Breaking News
Home / বিচিত্র খবর / তিরিশ বছর আগে একদিন

তিরিশ বছর আগে একদিন

তিরিশ বছর আগে একদিন
-মো.হুমায়ুন কবির

তিরিশ বছর আগে এক সকালে
ঘাসের উপর দাঁড়িয়ে
আমি তোমাকে দিয়েছিলাম
একটি কিশোরী লাল গোলাপ
তুমি গোলাপের ঘ্রাণ টেনে নিলে
হৃদপিণ্ডের গহীন ভেতরে
যেন আমার ভালবাসার ঘ্রাণ
তুমি মিশিয়ে নিলে
তোমার প্রতিটি রক্তকনিকায়
আমার চোখে চোখ রেখে
মৃদু হাসলে
সেদিন তোমার সেই মোলায়েম হাসিতে
সারা বিশ্বব্রম্মাণ্ড হেসেছিলো
তোমার গালে টোল পরলো
আমি আলতো করে ছুঁয়ে দিলাম
তোমার সোনালী কপোল
আমি আজও প্রকৃতির দিকে তাকালে
তোমার সেই মৃদু কোমল হাসি দেখতে পাই
আকাশ বাতাস সাগর পাহাড়
বৃক্ষের পত্রপল্লব বনবনানী
সবকিছুতেই যেন তোমার সেই
কোমল হাসি ছড়িয়ে আছে আজও!

Powered by themekiller.com