Breaking News
Home / বিচিত্র খবর / সেই সোনালী মুখ

সেই সোনালী মুখ

সেই সোনালী মুখ
-মো.হুমায়ুন কবির

তিরিশ বছর আগের
তোমার সেই সোনালী মুখ
আজও মনে পড়ে প্রতিক্ষণ
কথা বলতে বলতে
তোমার বাম কপোল
কাঁপতো থির থির
জানি, আবেগে শিহরণে
আর রোমান্টিকতায় এমনটি হতো
আমিই ছিলাম তোমার
যুবতী জীবনের প্রথম পুরুষ
আমার হাত তোমার মুঠোয় চেপে
বলেছিলে: কেবল মৃত্যুই পারবে
এ মুঠি শীতল করতে
অথচ আজও তুমি আছো বেঁচে
আছি বেঁচে আমিও
তুমি কতোটা বুড়িয়ে গেছো
বড়ো দেখতে ইচ্ছে হয়
কিন্তু জানি
এ সাধ কখনোই
পূরণ হবার নয়
আমি জলের আয়নায়
খুঁজি তোমার সেই সোনালী মুখ
পত্রপল্লব আর বৃক্ষের আনাচে কানাচে
খুঁজে বেড়াই সারাবেলা
খুঁজি নভোনীলিমায়
নক্ষত্র আর তারায় তারায়
খুঁজি সাগরের ঢেউ আর
স্রোতস্বিনীর জলধারায়!

Powered by themekiller.com