Breaking News
Home / Breaking News / কবি সালমান শুভ মোস্তাফার কবিতা ” ঈগলের সংসার”

কবি সালমান শুভ মোস্তাফার কবিতা ” ঈগলের সংসার”

♥♥♥♥♥♥♥♥♥
ঈগলের সংসার
সালমান শুভ মোস্তাফা
♥………………………………..♥
এলো বৃষ্টি,
ভিজে গেলো ঈগলের ডানা,
ভিজে গেলো তার দুটি ছানা।
অবিরাম বৃষ্টিতে ভিজে গেলো
পাখির শুকনো গেহ খানা।

এলো বৃষ্টি
দখিনের দখিনা বাতাস,
বরষণে ভারি তার শ্বাস। ঘুরে যাওয়া পুবালী হাওয়ায়
ঈগলের আরো হা হুতাস।

এলো বৃষ্টি,
বৃষ্টির থামেনা ধারা ,
পাখি আজ চেতনা হারা।
এই বুঝি হোলোরে পাখি
নীড় হারা ছন্ন ছাড়া ।

এলো বৃষ্টি,
সকালের থেকে আয়োজন,
বিকেলের হোলো আগমন।
হবে সারা বারিধারা বুঝি,
আসা হবে সন্ধ্যা যখন।

এলো বৃষ্টি,
ঘনে এলো সন্ধ্যা বেলা
বরষার বাড়িছে খেলা।
জীবনের মায়া ছেড়ে নীড়ে
পাখি আজ হেথা একেলা।

এলো বৃষ্টি,
বিদ্যুত চমকালো রাতে,
হলো আলো দেখা গেলো তাতে,
মগডালে পাখা মেলে পাখি,
এখনো সে রয়েছে বাসাতে।

এলো বৃষ্টি,
হীম হাওয়া ঠাণ্ডা তনু,
পেলো আখি নিদ্রা অণু।
গেলো রাত ভোর হলো ভোরে,
ভিজে আলো ছড়ালো ভানু।

গেলো বৃষ্টি,
চারিদিক থই থই পানি,
ভাসে তাতে মরদেহ খানি,
সেই রাতে মারা গেলো পাখি,
মারা গেছে আরো কত জানি।

Powered by themekiller.com