Breaking News
Home / Breaking News / আগামী ২রা নভেম্বর রহিমানগরকে পৌরসভা ঘোষণা করা হবে ………..ড. মহীউদ্দীন খান

আগামী ২রা নভেম্বর রহিমানগরকে পৌরসভা ঘোষণা করা হবে ………..ড. মহীউদ্দীন খান

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া ॥
ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, আজ আপনাদেরকে একটি সু-সংবাদ দেবো। আপনাদের বহু আখাংকিত রহিমানগরকে আগামী ২রা নভেম্বর পৌরসভা ঘোষণার মধ্যে এ এলাকার উন্নয়নে আরো প্রসারিত করে আলোকিত করবো। আপনারা আসন্ন একাদশ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমাকে সমর্থন দিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। অাজ শনিবার বিকেলে কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের বলরা ও পাড়াগাঁও গ্রামে ২৪০টি পরিবারের মধ্যে শুভ বিদ্যুতায়ন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বলরা মধ্যপাড়ায় এ আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এসএম জাহেদুল ইসলাম (বাবু)’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শহিদ উল্যাহ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন স্থানীয় ইউপি সদস্য শহীদ উল্যাহ (খাজা) ও বলরা এবং পাড়াগাঁও গ্রামের সর্বস্তরের জনগণ।

Powered by themekiller.com