Breaking News
Home / Breaking News / মতলব দক্ষিণের মধ্যম দিঘলদী গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাট ॥ আহত ২

মতলব দক্ষিণের মধ্যম দিঘলদী গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাট ॥ আহত ২

মতলব দক্ষিন অফিস ঃ মতলব দক্ষিণ উপজেলার পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের মধ্যম দিঘলদী গ্রামে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট ও আহত হয়েছে ২ জন। ঘটনাটি ঘটেছে গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১০টায়। এ ঘটনায় আহত হয়েছে মধ্যম দিঘলদী গ্রামের আব্দুল জলিল গাজীর পুত্র মোঃ হাফেজ গাজী (৬০) ও তাঁর স্ত্রী বেবী বেগম (৫০)। আহত মোঃ হাফেজ গাজী জানান, মধ্যম দিঘলদী গ্রামের মোঃ সোলেমান গাজী ও খোকন গাজী গংরা ওই রাতে সঙ্গীয় দলবল নিয়ে বাড়িতে হামলা চালায় ও ভাংচুর এবং লুটপাট করে। এ সময় মোঃ হাফেজ গাজীর ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, আটআনা ওজনের কানের দুল ও একভরী ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং মোঃ হাফেজ গাজী ও তাঁর স্ত্রী বেবী বেগমকে দেশীয় অস্ত্র রামদা ও লাঠিচোটা দিয়ে বেদমভাবে প্রহার করে রক্তাক্ত জখম করে। মোঃ হাফেজ গাজী আরো জানায়, আমার জায়গা দখল করার জন্য এ ধরনের কর্মকান্ড করেছে। ইতিমধ্যে আমি সামাজিকভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জানিয়েছি এবং এ ব্যাপারে শালিশ বৈঠকও হয়েছে। তারা জোরপূর্বক আমার জায়গা দখল করার জন্য এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আকবর গাজীর স্ত্রী মঞ্জু বেগম ও তার মেয়ে সালমা বেগম এবং ফারজানা বেগম আমাদেরকে বেদমভাবে প্রহার করে। পরে আমি ডাক চিৎকার দিলে এলাকার লোকজন দৌড়ে এসে আমাদেরকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় একটি লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।

Powered by themekiller.com