Breaking News
Home / Breaking News / মৌসুমে পদ্মা মেঘনায় মা ইলিশ নির্বিচারে নিধন

মৌসুমে পদ্মা মেঘনায় মা ইলিশ নির্বিচারে নিধন

এম. আর হারুন ঃ মা ইলিশ রক্ষা কার্যক্রম আর মাত্র দু’দিন বাকি। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২২ দিনের মা ইলিশ রক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। কিন্তু ২২ দিনের অভয়াশ্রমের পরও চাঁদপুর শরীয়তপুর মেঘনা পদ্মায় প্রচুর পরিমানে মা ইলিশ পাওয়া যায়। চাঁদপুর মৎস্য বিভাগের উদ্যোগে প্রতি বছর অক্টোবর মাসে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালিত হয়ে থাকে। দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায়য় সরকারীভাবে এ ঘোষনা দেয়া হয়। চাঁদপুর শরীয়তপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মেঘনা পদ্মায় নিয়োজিত কোস্টগার্ড বাহিনী মা ইলিশ রক্ষায় নিচ্ছিদ্র প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করে থাকে। এরপরও বন্ধ হয়নি জাতীয় সম্পদ রক্ষা। রাতের আধারে এক শ্রেনীর অসাধু জেলে মেঘনা পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ নিধনের মহোৎসবে রয়েছে। বাড়ী বাড়ী ফেরী করা ছাড়াও মা ইলিশ অভিযানের পর বিক্রির জন্য লবন দিয়ে বিভিন্ন চরাঞ্চলে কৌশলে রেখে দেয়ার খবর রয়েছে। এমনকি মৌসুমে ইলিশ সংকটে পড়ে দেশের রাজস্ব কমে আসছে। যেখানে প্রতি বছর মৌসুমে ইলিশ রপ্তানী করে ২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হতো সেখানে বর্তমান সময়ে তার সমতুল্য রাজস্ব আদায় হবে কিনা সচেতন মহল মনে করেন। মা ইলিশ ও ইলিশের পোনা জাটকা রক্ষা কার্যক্রম আরো কঠিন হলে দেশের জাতীয় সম্পদ রক্ষা সম্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনে মা ইলিশ রক্ষায় পুলিশ ও জেলেদের মাঝে দফায় দফায় সংঘর্ষ বাধার সংবাদ প্রকাশিত হচ্ছে। গত বছর মা ইলিশ ও ইলিশের পোনা জাটকা রক্ষা কার্যক্রম জেলা প্রশাসন থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের সচেতন করা হলে মা ইলিশ ও জাটকা নিধন কম হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ লক্ষ মেট্রিক টন ইলিশ বিদেশে রপ্তানী করা সম্ভব হয়েছে। প্রচুর পরিমানে রাজস্ব আদায় হয়েছে বলে জানা যায়। চলতি মা ইলিশ মৌসুমে ব্যাপকহারে নিধন হয়েছে বলে জানা যায়। স্থানীয় পুলিশ চরাঞ্চল থেকে আগত মা ইলিশসহ ব্যাক্তি ও মেঘনা পদ্মায় শিকারকৃত জেলেদের নামে মাত্র আটক ও জেল জরিমানা করা হলেও থামেনি ইলিশ নিধন। বিশেষ করে চাঁদপুরের সাহেবগঞ্জ, ঈশানবালা, লগ্মীমারা, রাজরাজেশ্বর, আলুরবাজার, চরভৈরবী এলাকার জেলেরা প্রচুর পরিমানে মা ইলিশ নিধন করে দেশের জাতীয় সম্পদ বিনষ্ট করেছে। সরকার ও মৎস্য বিভাগ ঘোষিত ২২ দিনের অভয়াশ্রম শেষে লবনাক্ত ইলিশ চাঁদপুর মাছ ঘাটসহ ঢাকা নারায়নগঞ্জের বিভিন্ন মাছ ঘাট গুলোত উত্তোলন করা হবে নির্ভয়ে। এ সময় স্বল্প দামে মা ইলিশ বিক্রয় করা হবে। এমনকি মা ইলিশ থেকে ডিম আলাদা করে তাও বিক্রি করা হবে আকাশচুম্বী দামে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও সরকার ঘোষিত ২২ দিনের অভয়াশ্রমের কর্মসুচীর পরিবর্তে পুরো এক মাস এ অভয়াশ্রম রাখা প্রয়োজন মনে করেন সচেতন মহল। এমনকি অভয়াশ্রমের পরেই কোনো লবনাক্ত মা ইলিশ যাতে আড়ৎ গুলোতে বিক্রয় না করতে পারে সেদিকে জেলা প্রশাসনের সদয় দৃষ্টি রাখা প্রয়োজন এবং বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জেল জরিমানা রাখা উচিত।

Powered by themekiller.com