Breaking News
Home / জাতীয় / আমাকে নেয়নি কেউ নিয়েছে শিশির দুঃখ

আমাকে নেয়নি কেউ নিয়েছে শিশির দুঃখ

আমাকে নেয়নি কেউ
নিয়েছে শিশির দুঃখ
-মো.হুমায়ুন কবির

আমি পাহাড়ের
কাছে গিয়েছি
নেয়নি আমাকে
আমি নীলিমাকে
কতোবার
হাতছানি দিয়ে ডেকেছি, নেয়নি
আমি সাগরের
কাছে গিয়েছি
শুধুই গর্জন শুনিয়েছে নেয়নি আমাকে
আমি বৃক্ষের কাছে গেলাম নেয়নি
আমার সমস্ত অবয়ব জুড়ে
শুধুই ঝরা পাতার দুঃখ ঝরিয়েছে
নদীর কাছে গিয়েছি, থামেনি
ছুটে গেছে দ্রুত
মোহনার দিকে
মৃত্তিকার কাছে গিয়েছি
ঘাসের গালিচায় গিয়েছি
আমাকে নেয়নি কেউ
অবশেষে শাল পিয়ালের গহীন অরণ্যের
ঝরা পাতার মর্মরের
কাছে গিয়েছি
আমাকে আপন করে
ঝরা পাতার বিছানা
পেতে দিয়েছে
অবশেষে আমি
শিশিরের মতো
দুঃখের কাছে গেলাম
দুঃখ আমাকে বুকে জড়িয়েছে
নিয়েছে কতোনা নিবিড় আপন করে
সেই থেকে দুঃখই আমার আমৃত্যু সাথী!

Powered by themekiller.com