Breaking News
Home / জাতীয় / আমি ক্রমাগত ভেঙে যাচ্ছি

আমি ক্রমাগত ভেঙে যাচ্ছি

আমি ক্রমাগত ভেঙে যাচ্ছি
-মো.হুমায়ুন কবির

নদীর পাড় যেমন ভেঙে পরে
বহু দূর থেকে ছুটে আসা
সাগরের ঢেউ যেমন
কূলে এসে ভেঙে পরে
আমি নিজের ভেতরে তেমনি
ভেঙে পরি ভেঙে পরি
যেমন করে ধেয়ে আসা প্রচন্ড ঝড়ে
ভেঙে পরে বৃক্ষের ডালপালা
মিহি কঙ্কনের ঝংকারে
যেমন করে ভেঙে পরে
গৃহিণীর কোমল রেশমি চুড়ি
তেমনি আমি ভেঙে পরি
গৃহকর্মীর হাত ফসকে গ্লাস
ভাঙার শব্দে সচকিত হই
কিন্তু আমি নিজের ভেতরেই
ভাঙনের শব্দে জেগে উঠি
অনুভবে অনুধাবন করি
আমার ভেতর বাড়িতে
কিছু একটা ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে…
অবশেষে আমার
আবেগী মন
বলে উঠলো সহসাই
অন্য কিছু নয়
ভেঙে যাচ্ছে
টকটকে লাল হৃদপিণ্ড
ভেঙে যাচ্ছে আমার
কাব্যময় হৃদয়!

Powered by themekiller.com