Breaking News
Home / Breaking News / আইনের শাসন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক: প্রধান বিচারপতি

আইনের শাসন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক: প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক :
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনের শাসন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। আইনের শাসন ছাড়া গণতন্ত্র ও মানবাধিকার বিকশিত হতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের তিন অঙ্গকেই একসাথে কাজ করে যেতে হবে।
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মামলার সংখ্যাও বাড়ছে। সে অনুযায়ী মামলার নিষ্পত্তি হচ্ছে না। এর জন্য দায়ী অপর্যাপ্ত বিচারক ও এজলাস সংকট। মামলার সংখ্যা কমাতে বিচারক ও আইনজীবীদের আরো আন্তরিক হতে হবে। আদালত তার কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার করতে হবে এবং আইনজীবীদের মামলার বার বার শুনানির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। বার ও বেঞ্চ সহযোগিতামূলকভাবে এগিয়ে না এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে.এম সামছুল আলম। এতে জেলা জজ আদালতের বিচারক ও আইন বিভাগের কর্মকর্তারা, আইনজীবীসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com