Breaking News
Home / Breaking News / কামালের সঙ্গে চলতে চাই: কাদের সিদ্দিকী

কামালের সঙ্গে চলতে চাই: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে ড. কামাল হোসেনের সঙ্গে কোনো কথা তার হয়নি। তবে তারা দু’জন একসঙ্গে পথ চলতে চান।

বৃহস্পতিবার রাতে বেইডি রোডে ড. কামাল হোসেনের সঙ্গে তার বাসায় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা জানান।

এ সময় কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্ট ও তাদের দেয়া ৭ দফা দাবির প্রতি সমর্থন জানান।

তিনি বলেন, ‘ড. কামাল হোসেন আমন্ত্রণ জানিয়েছিলেন। দেখা করলাম, অনেক বিষয়ে কথা হলো। আমরা একসঙ্গে পথ চলতে চাই।’

এক প্রশ্নর জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘বৈঠকে ঐক্যফ্রন্টে যোগ দেয়া না দেয়ার বিষয়ে কোনো কথা হয়নি।’

এর আগে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার রাত ৮টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এই বৈঠক হয়।

গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।

বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে তার দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক ও সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম দেলোয়ার উপস্থিত ছিলেন।

আর ড. কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ আ ম শফিক উল্লাহ।

বৈঠকের আগে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ড. কামাল হোসেনের আমন্ত্রণে দলের সভাপতিসহ আমরা তার বাসায় এসেছি।’

Powered by themekiller.com