Breaking News
Home / Breaking News / “পুলিশ সদস্যের অপেশাদার আচরণের দায় বাহিনী নেবে না’’

“পুলিশ সদস্যের অপেশাদার আচরণের দায় বাহিনী নেবে না’’

ঢাকা প্রতিনিধি :
পুলিশের কোনো সদস্য অপেশাদার আচরণ করলে তার দায়-দায়িত্ব বাহিনীটি নেবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। বলেছেন, ‘পুলিশের কোনো সদস্য যদি অপেশাদার আচরণ করে, সেই দায়-দায়িত্ব তার ব্যক্তিগত। তার অপেশাদার আচরণের জন্য তাকে আইনের আওতায় আনা হবে।’

বৃহস্পতিবার সকালে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর রামপুরা এলাকায় পুলিশ তল্লাশির উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশার এক নারী যাত্রীকে ‘অপ্রীতিকর’মন্তব্য করে। পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন ওই ঘটনার সময় উপস্থিত এক পুলিশ সদস্য।

ভাইরাল হওয়া সেই ভিডিও প্রসঙ্গে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চান ডিএমপি কমিশনারের কাছে।

তিনি বলেন, ‘এই ভিডিও আপলোড করেছে পুলিশের একজন সদস্য। ডিসি মতিঝিলের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং তারাই ব্যবস্থা নেবে।’

এসময় তিনি পুলিশের বিরুদ্ধে আগের মতো অভিযোগ এখন আর আসে না উল্লেখ করে প্রশিক্ষণ ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কারণে পুলিশের বিরুদ্ধে অভিযোগ অনেক কমেছে বলেও তিনি জানান।

‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা নেই’

নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কোনো আশঙ্কা নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘যদি কোনো ব্যক্তি, গোষ্ঠি, বা কোনো দল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে তবে তিনি কোন পেশার বা কোন শ্রেণির তা বিবেচনায় নেওয়া হবে না।’

২০১৩-১৪ সালের পরিস্থিতি আর ফিরে আসবে না উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল।’

জনগণের প্রত্যাশা মোতাবেক সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়নি মন্তব্য করে ট্রাফিক আইন মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

Powered by themekiller.com