Breaking News
Home / Breaking News / ডিজিটাল নিরাপত্তা আইন হলুদ সাংবাদিকতার পথ বন্ধ করেছে: তথ্যমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন হলুদ সাংবাদিকতার পথ বন্ধ করেছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বিলুপ্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে হলুদ সাংবাদিকতার পথ বন্ধ হয়েছে। এরফলে হলুদ সাংবাদিকতার পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে সংবাদ প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।’ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী ৩ আসনের মামুনুর রশীদ খান কিরণের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ অনলাইন গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা দিচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ প্রণয়ন করা হয়েছে।’

গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কোনও ধরনের মিডিয়া নিয়ন্ত্রণ করেনি।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

Powered by themekiller.com