Breaking News
Home / Breaking News / কবি মোঃ মেরাজ হোসেন’ র কবিতা “আমার কবিতা আমার স্বপ্ন”

কবি মোঃ মেরাজ হোসেন’ র কবিতা “আমার কবিতা আমার স্বপ্ন”

কবিতা – আমার কবিতা আমার স্বপ্ন
কলমে- মোঃ মেরাজ হোসেন
তারিখ – ২৬/১০/২০২১

আমার কবিতা আমার স্বপ্ন তুমি
নিশিথ রাতের সঙ্গী আমার প্রেয়সী তুমি।
কত অভিমান আখির কোটরে লুকিয়ে রাখি
অশ্রু ধারায় তোমার ছবি আঁকি।

আমার কবিতা আমার স্বপ্ন তুমি
নিশিথ রাতের সঙ্গী আমার প্রেয়সী তুমি।
না বলা কথা মনের যতো লুকানো ব‍্যথা
তোমায় সঙ্গী করে গাঁথি ঝরা বকুলের মালা।

প্রেয়সী বিনে থাকতে পারি তুমি বিনে মরি
হে আমার কবিতা আমি তোমায় ভালোবাসি।

আমার কবিতা আমার স্বপ্ন তুমি
মায়াবী চাঁদনি রাতে কথা হয় তোমারি সাথে
প্রিয়া মোর থাকে ঘুমের রাজ‍্যে কতো না অভিলাষে
আমি জেগে থাকি তোমার ভরসার হাতে।

আমার কবিতা আমার স্বপ্ন তুমি
আমার ব‍্যর্থ জীবনের নব নন্দিনী তুমি
তোমায় সৃজনে মন ভজনে আমি দিশেহারা
আমায় ছেড়ে যেওনা সখী তুমি বিনে আমি অন্ধ মেকি।

এপারের সঙ্গী হয়ে থেকো পরপারে আমায় ডেকো
জবাব যদি দিতে না পারি মহান দরবারে
তুমি বলো আমি ভুলি নায় মহান স্রষ্টারে
পার করেন যেন এই আমারে।

রচনা কাল- ১৩/১০/২০২১

© কবিস্বত্ব সংরক্ষিত ®

error: Content is protected !!

Powered by themekiller.com