Breaking News
Home / Breaking News / কবি আল আমিন মন্ডলের চারটি অসাধারণ কবিতা

কবি আল আমিন মন্ডলের চারটি অসাধারণ কবিতা

📜ফাঁদবন্দী শিকারী গর্ভধারিণী
📝আব্দুল্লাহ আল আমিন মন্ডল

আজ মনে হচ্ছে পুরো দেহ জুড়ে একটা মস্ত পাহাড় ভর দিয়ে দাঁড়িয়ে আছে।দেহের প্রতিটি শিরায় উপশিরায় একটি কষ্টের তীর বিঁধে আছে।ধৌত স্ফুলিঙ্গের মতো জমাট বেঁধে দেহের এক কোণে বাসা বেঁধেছে একখন্ড রক্ত পিন্ড।

মনে হচ্ছে এ দেহের হৃদপিণ্ডের এক পাশে ছিদ্র হয়ে প্রবেশ করেছে এই রক্ত পিন্ডখানা। অসহ্য কষ্ট সইতে হচ্ছে প্রতিটি মুহুর্তে।গভীর রাতে শান্ত দেহে অশান্তি ঝড় তুলে দুমড়ে মুচড়ে একাকার করে দিচ্ছে আমায়।প্রতিনিয়ত আঘাত হানছে বুকের এপাশ থেকে ওপাশ।

একটি দীর্ঘ নিশ্বাস ছেড়ে বেরিয়ে আসতে মন চাচ্ছে মুক্ত আলোয়।কিন্তু প্রকৃতির নিয়ম জালে আটকে পড়া এক ফাঁদ বন্দী শিকারী গর্ভধারিণী আজ আমি।এই তীব্র কষ্ট সহ্য করতে না পারলে যে মনের সুখ বিলাস পূর্ণতা পাবে না।পরিপূর্ণ হবে না অন্ধকারে লুকিয়ে থাকা সুখের মৃদু হাসি। নীল ছায়ায় আগলে রাখা কষ্টের বসতভিটে তার তৃপ্তির স্বাদ ফিরে পাবে না।

আজ দেহের সমস্ত কষ্টটা চেপে রেখেছি বুকের এক কোণে।অতি নিরবে নিস্তব্ধতায় সয়ে যাচ্ছি সমস্ত অসহ্য যন্ত্রণা।তীব্র ব্যথায় জ্ঞান শূন্য অচেতন হয়ে যাচ্ছি বারবার। তবুও পিছনে ফিরে তাকিয়ে দেখছি না একটি বারের জন্যও।

দশ মাস দশ দিন কারাভোগ করার স্বদিচ্ছা নিয়েই জেনে শুনে মা হওয়ার যুদ্ধে নেমেছি।যত বাঁধায় আসুক না কেন সকল বাঁধা ছিন্ন করে আজ এগিয়ে যেতেই হবে।এ যুদ্ধে জয়ী হতেই হবে আমাকে। বিজয়ের সুশোভিত সুগন্ধি মালা গেঁথে সুখের আলো ফুটাতে হবে এ কষ্টের শুভ যাত্রায়।

তাং-০৭.১০.২০২১ ইং
——————
তোমার জন্য হতে চাই
📝আব্দুল্লাহ আল আমিন মন্ডল

তোমার জন্য হতে চাই মেঘ
বৃষ্টির নোনা জল
তোমার জন্য দিতে পারি পাড়ি
দূর দিগন্ত নীলাচল।

তোমার জন্য হতে চাই গিরি
সাগরের নীল ঢেউ
তোমার জন্য হারিয়ে যাবো আজ
পাবেনা খুঁজে কেউ।

তোমার জন্য হতে চাই চাঁদ
ফুটাতে রাতের আলো
তোমার জন্য পুষ্পের কলি হয়ে
গন্ধ ছড়াবো ঝাঁঝালো।

তোমার জন্য হতে চাই কোকিল
শুনাতে মধুর সুর
তোমার জন্য শীতল হাওয়া হয়ে
কাটাবো ক্লান্তি দূর।

তোমার জন্য হতে চাই মাঠ
সবুজ ঘেরা বন
তোমার জন্য প্রজা-পতি হয়ে
রাঙাবো হৃদয় মন।

তোমার জন্য হতে চাই শিশির
স্নিগ্ধ ভেঁজা ঘাসে
তোমার হাতে হাত-টি রেখে
থাকবো জীবন পাশে।

তোমার জন্য হতে চাই ভেলা
ভাসতে অচীন পুরে
তোমার চোখের কাজল হয়ে রোজ
দেখবো নয়ন ভরে।।।

তাং-০৬.১০.২১ইং
—————
📖নব যৌবনের ঠিকানা খুঁজি আবার
📝আব্দুল্লাহ আল আমিন মন্ডল

জাগতিক অপার সৌন্দর্য্য আজ ম্লান হয়ে গেছে আমার বার্ধক্যে। জীবনের অতি সায়াহ্নে এসে অতিষ্ঠ যন্ত্রণা আর বোবা কান্না সুর বেঁজে ওঠেছে এই ভঙ্গুর হৃদয় মনে।
বিষাক্ত দাবানলের মতো জ্বলে পুড়ে ছারখার করে দিচ্ছে অপ্রত্যাশিত এই বার্ধক্য জীবন।
ফুটন্ত টগবগে জলে পুড়ে যাওয়া বদ্ধগন্ডি থেকে আবার বেরিয়ে আসতে ইচ্ছে করছে স্বীয় যৌবনে।

সোনালি দিনের আলোক উজ্জ্বল যৌবনের মহা সুখের ঠিকানায় আবারও ফিরে যেতে ইচ্ছে করছে আমার।
ফিরে যেতে ইচ্ছে করে চঞ্চলতা,উথলা,ক্লান্তিহীন নব জোয়ারের ঢেউয়ের সাথে মিশে থাকতে।
নব উদ্যমে বাহু শিরায় প্রবাহিত তাজা রক্তের স্রোতের ধারায় আবারও নোঙ্গর ফেলতে মন চাচ্ছে।

বদ্ধ লোহার খাঁচার পিঞ্জর ভেঙ্গে আবার মুক্ত আকাশে ডানা ঝাপটিয়ে ছুটে বেড়াতে মন চাচ্ছে প্রতিনিয়ত।
মন চাচ্ছে তেপান্তরের পথ পাড়ি দিয়ে নব সূর্যের রক্তিম আলোয় উজ্জীবিত স্নিগ্ধ জীবনের মহা সুখের দ্বারে প্রবেশ করতে।

অবহেলা,তুচ্ছতাচ্ছিল্য আর মিথ্যা গ্লানির জীবনটাকে ভুলে গিয়ে নতুন করে বাঁচার দৃঢ় প্রত্যয়ে আবার যৌবনের সেই সুখের পথ খোঁজে বেড়াচ্ছি বারবার।

আজ স্বপ্ন ছোঁয়া যৌবন জরাজ্বীর্ণ কালিমা মেখে গলিত লাশের মতো নিথর আকার ধারণ করেছে।
জীবনের আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে স্রোতহীন বার্ধক্যের নীলিমায় ঢাকা আঁধার কালো মেঘ।

ডুবন্ত তরীর মতো মুহ্যমান হয়ে গেছে প্রাণ চঞ্চল রঙিন সুখের জীবন। যৌবনের সেই সুখের বাগানে আজ বার্ধক্যের বিছা পোকায় বিঁধে রেখেছে বিষাক্ত হুল।মুহুর্মুহু আক্রমণ আর পিষ্ট যাতাকলে জ্ঞান শূন্য হয়ে যাচ্ছি বারবার।

হৃদয়টা পোড়া মাটির মতো দগদগ করে জ্বলছে তীব্র যন্ত্রণা আর অসহ্য ব্যথায়।বুক ফেটে বেরিয়ে আসছে অশ্রুঝরা কান্না আর আর্ত-চিৎকার।

নব যৌবনের পূর্ণ সুখের ঠিকানায় আবারও ফিরে যেতে মনের সব ব্যাকুলতা আর উৎকণ্ঠা ডুকরে ডুকরে কেঁদে কেঁপে উঠছে আজ হরহামেশাই।

তাং-২৮.০৯.২১ইং
—————-
📖মুখোশ পরা সর্বনাশী
🖊আব্দুল্লাহ আল আমিন মন্ডল

মাঝে মাঝে ডাকে আমায়,মানুষরুপী এক দৈত্য
সহযোগিতার হাত বাড়িয়ে,বন্ধু হতে চায় প্রিয় সত্য।
খোঁজ নিয়ে জানতে পারি,রাক্ষুসী তার কালো রুপ
জ্ঞান হারিয়ে বাকরুদ্ধে,হয়ে যাই আমি নিশ্চুপ।

দৈত্য আমায় প্রশ্ন করে,কেন আমি আজ সৎ লোক?
অন্যায় যতই দেখবো আমি,রাখবো বন্ধ আমার মুখ।
মুখোশ পরে আড়াল থেকে,পালটাবো রুপ ধরণ
বেঈমানী আর প্রতারণায়,সুখ হবে যে সব পূরণ।

বললাম আমি,শুনবো নাতো,তোমার এহেন কথা
আমারি বা সুখে কেন?তোমার এতো মাথা ব্যথা।
সঠিক সত্য পথটি যখন,আঁকড়ে ধরে আজো আছি
হও না তুমি যত বড়ই,মুখোশ পরা মহা সর্বনাশী।

উৎ পেতে থাকে এমন,কত শত দৈত্য কূজন চারপাশে
সুযোগ পেলেই বিষ দাঁতে,করে দেয় দংশন নিমিষে।
মুখোশ পরে ঢেকে রাখে,মিথ্যে ঝুলির যতসব আবরণ
ন্যায়ের পক্ষে করলে লড়াই,টিকে থাকবে তারা কতক্ষণ

শক্র-বন্ধু আপন-পর সবাইকে আজ বড্ড ভালোবাসি
এই হৃদয়ে নেই তো স্থান ঐ মুখোশ পরা বন্ধু সর্বনাশী।
সাবধানে তাই ফেলছি মোর,সরল নীতির সঠিক পথ
বিপদ আপদ আসবে জেনেও,ধরে রাখবো ন্যায়ের রথ।

তাং-১৭.০৯.২১ ইং
মুক্তাগাছা,ময়মনসিংহ।

Powered by themekiller.com