Breaking News
Home / Breaking News / কবি জব্বার হোসেন এর কবিতা “অষ্টমী”

কবি জব্বার হোসেন এর কবিতা “অষ্টমী”

“অষ্টমী”
জব্বর হোসেন
—————–
—————–

আসবি যাবি অষ্টমী রাত
মেকআপ মনের অকৃপণ,
দেখবি মাকে খুশি চোখে
কাটবে সময় বহুক্ষণ।

হরেক দোকান বারোভাজা
তেঁতুল ফুচকা খাওয়াই চাই,
একটুখানি রাখবি নজর
অভুক্ত তোর নিজের ভাই!

কে সেরা, আর কেবা প্রথম
চলবে কলম দিনান্ত,
ভাববি সবাই কোনটা ভালো
হিম শরতের বসন্ত!

খেলনা নিয়ে যে ছেলেটা
ডাকছে তোকে বারংবার,
পারলে কিনিস পুতুল ক’টা
তাতে কি তোর যাবে আর।

ভাজা বাদাম কুচি আদা
হালকা নুনের ব্যবসাদার,
অসুস্থ মা শয্যাশায়ী
কিনবি কিছু বাদাম তার।

রিক্সাওয়ালা, টোটো চালক
জানবি ওরা বেকার সব,
দাম না করে উদার হাতে
বিশটা টাকা, দিস কেশব।

হাত বাড়িয়ে আলতো টোকা
বাবু মশাই, দিননা কিছু,
হা-ভাতে সব, নিঃস্ব বাড়ি
ঘুরছে সময় ধরার পিছু।

কোন প্যান্ডেল বিলাসবহুল
কোন ঠাকুরের গয়না কত,
ওসব কিছু সব সাময়িক
দশেরাতে জ্বলবে শত!

বাঁশ প্যান্ডেল রঙিন কাপড়
মেকি মেকআপ, মেকি সুখ,
জানবি এসব ক্ষণস্থায়ী
সত্য হলো শ্রমিক মুখ!

যাদের ঘামে এই ইমারত
রং চকচক দেবীমা,
তলিয়ে দ্যাখতো তাদের ঘরে
নেই উৎসব, অন্নটা!

মনের বিকাশ বেদ বেদান্ত
অসহায়ে অন্নদান,
জানবি এটাই পরম পূজা
বলছে এটাই খোদ কোরান!

—————————
–১৩ ই অক্টোবর বুধবার ২০২১–
—————————-

Powered by themekiller.com