অনলাইন ডেস্ক :
কলকাতা থেকে ছেড়ে আসা ভারতীয় এয়ারলাইন্স স্পাইস জেটের একটি বিমান হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে গেছে।
বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিনিয়র তথ্য অফিসার এটিএম রেজাউল করিম আরটিভি অনলাইনকে জানিয়েছেন, কলকাতা থেকে ঢাকা আসা বিমানটির পেছনের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা ফেটে গেছে।
তিনি জানান, বিমানটি বিকেল ৫টা ২০ মিনিটের দিকে অবতরণ করে। সব যাত্রীকে নিরাপদে নামিয়ে নেয়া হয়েছে।
বিমানটিতে পাইলট ও কেবিনক্রুসহ ১৭৯ জন যাত্রী ছিলেন।