Breaking News
Home / Breaking News / কবি গবিন্দ মন্ডল এর কবিতা ” দূর প্রবাসের যাত্রী”

কবি গবিন্দ মন্ডল এর কবিতা ” দূর প্রবাসের যাত্রী”

দূর প্রবাসের যাত্রী তিনি, কবি রিটন মোস্তফা,
অসাধারন অভিব্যক্তি, যার গভীরতা মাপা সম্ভব না।
পরিবারের প্রতিটি সদস্যকে আগলে রাখেন ভাতৃত্বের বন্ধনে,
জীবনের সবটুকু আনন্দ সাহিত্যে, তাই থাকেন সাহিত্যের সন্ধানে।
নম্র, মিষ্ট, সদা প্রফুল্ল, অমায়িক আচরণ তার,
তার ভালোবাসার গভীরতা মাপার, সাধ্য নেই আমার।
যারা মায়াময় প্রাণের পরশে, মানুষকে কাছে টানার এক পরম তৃপ্তির মুখরতার সুবাস ছড়িয়ে আছে.. যার অন্তকরণে।
যার প্রেরণার অনন্ত প্রেমের ছোঁয়ায়, শব্দনগর এর মাধ্যমে.. কবিতাকে ছড়িয়ে দিচ্ছেন, বিশ্বসাহিত্যের সমৃদ্ধ ভুবনে।
এই মানুষটিকে যতটুকু জেনেছি, ততটুকুতেই আমি মুগ্ধ হয়েছি,
এই অসাধারন গুনাবলীর মানুষটির মাঝে, অসাম্প্রদায়িক মনোভাব ও পেয়েছি।
প্রতিটি ক্ষেত্রে অসাম্প্রদায়িকতা কে.. কখনো স্থান দেননি তিনি,
মনেপ্রাণে সব ধর্মের ঊর্ধ্বে, মানবতার অমিয় গুনি।

Powered by themekiller.com