Breaking News
Home / Breaking News / ‘ডু অর ডাই’ আমরা মাঠে থাকবো: এ্যানি

‘ডু অর ডাই’ আমরা মাঠে থাকবো: এ্যানি

প্রতিনিধি, সিলেট : বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পিছিয়ে যাবার রাস্তা নেই। তাই ‘ডু অর ডাই’ আমরা মাঠে থাকবো, ইনশাআল্লাহ।
বুধবার দুপুরে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বক্তৃতাকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল সহকারে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়।
আত্মপ্রকাশের ১১ দিনের মাথায় সিলেটে সমাবেশ করছে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার দুপুর ২টা থেকে নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে বিপুল সংখ্যক লোকসমাগম হয়েছে।
সিলেটের বিভিন্ন স্থান থেকে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হয়েছেন। সমাবেশ শুরুর আগে রেজিস্ট্রারি মাঠ পূর্ণ হয়ে যায়।

সমাবেশে আগত নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করা, বর্তমান সংসদ ভেঙে দেয়ার দাবিতেও স্লোগান দিচ্ছেন তারা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাহের শামীমের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর থেকে পর্যায়ক্রমে নেতারা বক্তব্য রাখছেন।

দুপুর আড়াইটা দিকে মঞ্চে ওঠেন সমাবেশের সভাপতি ও সিলেটের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, প্রধান অতিথি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, তানিয়া রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Powered by themekiller.com