Breaking News
Home / Breaking News / শব্দনগরের প্রতিষ্ঠাতা রিটন মোস্তাফা’র দুর্দান্ত কবিতা ■ বেঁচে থাকি ■

শব্দনগরের প্রতিষ্ঠাতা রিটন মোস্তাফা’র দুর্দান্ত কবিতা ■ বেঁচে থাকি ■

■ বেঁচে থাকি ■
– রিটন মোস্তফা

কপালের অনিয়ন্ত্রিত ভাঁজে ভাঁজে
স্পষ্ট খোদাই করা রঙহীন কিছু কষ্ট ।
নীরবতার ফ্যাকাশে ঠোঁটে সিগারেট
ধোঁয়া ছেড়ে দীর্ঘশ্বাস আড়াল করে।

কেউ একজন কাদা লেপ্টে গেছে হৃৎপিণ্ডে
নিঃশ্বাসে বেড়িয়ে আসে বীভৎস অতীত কাল।
রাত এবং দিনের মিশ্রিত চায়ের কাপে চুমুক
অগ্রসর হয় বিষাদের বেঁচে থাকার পরিকল্পনা।

এসবের ফাঁকে ফাঁকে বেঁচে আছি আজও আমি
ঝড় বৃষ্টির ভাঙাচোরার দুর্দান্ত সব তান্ডবের মাঝে।
যেদিন তোমার আমার গল্প থেমে গেল, বিভাজনে!
সেদিন থেকেই ধ্বংস স্তুপেই আমার বসত নিয়েছি গড়ে।

শোন এবার বলছি তোমায়,
আমাকে বেঁচে থাকতে হয়,মৃত্যু হয় না বলে।
অসংখ্য টুকরো স্মৃতিতে, কষ্টে এবং অনিচ্ছাতে।

– রিটন মোস্তাফা-

Powered by themekiller.com