Breaking News
Home / Breaking News / কচুয়ায় কালী মন্দির ভাংচুরের ঘটনারস্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

কচুয়ায় কালী মন্দির ভাংচুরের ঘটনারস্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মফিজুল ইসলাস বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ার নাহারা গ্রামে সোমবার রাতে কালি মন্দিরের কালী দেবীর ৮টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম ও ইউএনও দীপায়ণ দাস শুভ,কচুয়া উপজেলা শাখা জাগোহিন্দু পরিষদ,পূজা উদযাপন কমিটি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাহারা সার্বজনীন কালি মন্দিরের সভাপতি গৌরাঙ্গ সূত্রধর বলেন, মঙ্গলবার ভোরে নিত্যদিনের মতো পূজা দিতে এসে প্রিয়লাল বালা প্রতিমা ভাংচুরের দৃশ্য দেখতে পায়। তবে কে বা কাহারা এ ঘটনা করেছে তা কেউ বলতে পারে না।
স্থানীয়রা জানান, নাহারা গ্রামে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিভিন্ন ধর্মীয় উৎসব নিয়ে বৈষ্য ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে তিন ভাগে দ্বিধা বিভক্ত রয়েছে। এদের একজন অন্যজনের প্রসাদ গ্রহন করেননি।

এসপি মিলন মাহমুদ বলেন, এ ঘটনাটি খুবই জগন্যতম অপরাধ। এ অপরাধের সাথে যারা জড়িত তাদের আইনের আওতা এনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ডিসি অঞ্জনা খান মজলিশ বলেন, ধারনা করা হচ্ছে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য একটি মহল সুকৌশলে ঘটনাটি করেছে। ভবিষ্যতে যেন এধরনের ঘটনা না হতে পারে তাই সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে।

Powered by themekiller.com