Breaking News
Home / Breaking News / কবি শ্যামল ব্যানার্জীর অসাধারণ কবিতা ” একার সংলাপ”

কবি শ্যামল ব্যানার্জীর অসাধারণ কবিতা ” একার সংলাপ”

শ্যামল ব্যানার্জি

কবিতা — একার সংলাপ
শ্যমল ব্যানার্জী
১২/০৯/২০২১

আকাশ ভেঙ্গে বৃষ্টি তখন
শহর ভেজায় খেয়ালী মনে
বুকের মাঝে তুষের আগুন
কেমনে নেভাই তোর বিহনে।।
আকাশ জুড়ে দামাল হাওয়া
তোর খোঁজেতে বয়ে যাওয়া
হৃদয় জুড়ে স্মৃতির দহন
পোড়ায় দেহ মনে
কেমন করে কাটাই একা
এমন ধারা বাদল দিনে।।
যেথায় থাকিস আয়না চলে
মেঘ রোদ্দুর যায় যে বলে
একলা মনে দিন কাটেনা
করিস না আর টালবাহানা।।
মন ময়ুরী চাইছে তোকে
যা খুসী তাই বলুক লোকে
তোর আমাতে প্রাণের খেলা
খেলবো দুজন যাক না বেলা
মেঘ সাক্ষী বাদল ধারায়
আমাদের এই মিলন মেলায়
ডাকছে দাদুর বৃষ্টি জলে
আয়না চলে আয়না চলে।
আমার ব্যাথার আঁতুড় ঘরে
কান্না যখন গুমড়ে মরে
হা হুতাশের বৃষ্টি বাদল
বাজছে কোথায় পরব মাদল
আমার পরব তোকে পেলে
আয়না চলে আয়না চলে।
করনা মনে, –
এক মন খারাপের দিনটা আমি
না হয়, আজি দিলাম তোকে,
বাইরে তখন বৃষ্টি ভেজা মাতলামিতে মনটা মজা,
ব্যালকনিতে জল যে ভেজা
বাহারী পাতার ফাঁকে ,
তুই একলা বসে আনমনে ঐ
উদাস বৃষ্টি ধারায়।
করনা মনে-
দিয়েছি তোকে, এক আঁচল নষ্ট সময়,
প্রতিশ্রুতির গর্ভে বিলিন
অসমাপ্ত ভালোবাসায়। —
আজ ডাক বাক্সে বন্দী চিঠি,
জানতে চায় কেমন আছি?
বলবো না তো দুঃখ নিয়ে,
হাজার মাইল দুরের পথে
বরফ ঢাকা সন্ত্রাসী ঐ
শহরখানার অনেক দূরে,
মুখখানা তোর মনে পরে
কেমন আছিস?
মনে করে দেখ –
আমি ভালো নেই,
তুই একবার আয়না চলে,
আয়না চলে।

Powered by themekiller.com