Breaking News
Home / Breaking News / শব্দনগরের প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত কবি ‘রিটন মোস্তাফী’র কবিতা ” পথের মায়া “

শব্দনগরের প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত কবি ‘রিটন মোস্তাফী’র কবিতা ” পথের মায়া “

” পথের মায়া ”
– রিটন মোস্তফা

একটা লম্বা পথ অতিক্রম করে এলাম
প্রথমে সবুজের বুকে নরম পা ফেলেছি
তার পর একটু শক্ত, বড় বড় ঝাউ গাছ
এর পর যে পথে আমি হাঁটছি সেটা কঠিন।

একটা বিস্তীর্ণ মরুভূমির পথে রয়েছি
প্রচণ্ড উত্তাপ, প্রচণ্ড তৃষ্মা, প্রচণ্ড খরা।
নির্জনে একাকী এপথের মরু যাত্রী আমি
যারা সাথে ছিলো, তারা আর সাথে নেই।

পথের বাঁকে বাঁকে একে একে হারিয়ে গেছে
কেউ আর বাকি নেই, যে যার পথ চিনে নিয়েছে।
কেউ সবুজের পথে কেউ বা উড়াল পশ্চিমে
আমিই শুধু বোকার মতো পথে মায়ায় এই পথে।

সোজা পথে হাঁটতে গিয়ে আমিও কি ভুল করেছি
পথের বাঁকে পথটা ছেড়ে অন্য পথে পা ফেলেছি?
আমারও কি উচিত ছিল নিজের স্বার্থপর হওয়া?
আমারও উচিত ছিল সঙ্গী ফেলে নতুন সঙ্গী নেওয়া?

আচ্ছা, এই মরুভূমির পথ পেরিয়ে কি কেউ আছে?
সবুজের সেই গালিচায় যাকে প্রথম ফুলটা দিয়েছিলাম?
আছে কি সে দাঁড়িয়ে এই কষ্ট শেষে ফলাফল হাতে
আমার হিন্দোলা? যাকে হারিয়েছি রুক্ষ পথে প্রান্তে?

Powered by themekiller.com