Breaking News
Home / Breaking News / “শব্দনগরের” প্রতিষ্ঠাতা পরিচালক কবি রিটন মোস্তাফীর ◉ বিনাশ অনিবার্য ◉

“শব্দনগরের” প্রতিষ্ঠাতা পরিচালক কবি রিটন মোস্তাফীর ◉ বিনাশ অনিবার্য ◉

◉ বিনাশ অনিবার্য ◉
– রিটন মোস্তফা

নবীন প্রবীণ কবির কবিতারা
সংঘবদ্ধ হচ্ছে
একত্রিত হচ্ছে
প্রতিবাদ ও প্রতিরোধের শব্দ গুলো।
যতই এগিয়ে যাচ্ছে
ততই সংঘবদ্ধ ও শক্তিশালী হচ্ছে।
সদ্য কবিতায় যার
হাতে খড়ি হলো,সেও প্রবীনের সাথে।
ওরা এগিয়ে যাচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে,
গ্রাম ও শহরের পথ ধরে
উঠছে পিচ ঢালা পথে,
এগিয়ে যাচ্ছে অপশক্তির রাজশহরে।
সাবধান!
কোন শক্তিই আর
ঠেকাতে পারবে না এই কবি ও কবিতার পথ।
একটা সংঘর্ষ হবেই,
জুলুমদের সাথে, দুর্নীতিবাজদের সাথে।
দিনে দিনে রক্ত চুষে
যারা সাধারণের হাড্ডিতে সুবিধা খুঁজেছে
তাদের সাথে,
অনিয়ম আর দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের সাথে।
এবার তোমরা সাবধান হও!
কবি এবং কবিতা যদি আরও সংঘবদ্ধ হয়,
শক্তিশালী হয়,
পৌঁছে যায় রাজশহরে!
তবে সংঘাত অনিবার্য
এবং হুঁসিয়ার তোমাদের বিনাশ অবধারিত ।।

◉ রিটন মোস্তাফা

Powered by themekiller.com