Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর অসাধারণ কবিতা”সময় দেয় না কেউ”

কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর অসাধারণ কবিতা”সময় দেয় না কেউ”

কবিতা — সময় দেয় না কেউ
শ্যামল ব্যানার্জী
১০/০৯/২০২১

তোমার কষ্টগুলো রাতের শিশিরে ভেজা ঘাসের ডগায়,
মাড়িয়ে গেছি বহুবার, অযত্নে অবহেলায়।
পারো যদি একটু শক্ত হয়ো,
বিধিয়ো কাঁটা পায়ে, রক্ত নিস্বরনে যদি
বুঝতে পারি,
যন্ত্রণা তোমারও ছিলো।
রোদ্দুর এলো।
সকাল সকাল চিল শকুনের ভীড়।
চড়াই শালিক কোথায় গেলো,
ওরা কি আমারই মতন আজ বন্দী ?
সময় দেয় না কেউ।
আজও সময় দেয় না কেউ।
সেই কৈশোর থেকে প্রেম এসেছিলো বারবার,
সময় দেয়নি কেউ প্রতীক্ষার।
কত রিপু করা ভালোবাসা,
পালটানো ধার করা জামার মতন,
বদলে গেছে অন্য শরীর জুড়ে,
সময় দেয়নি দাঁড়াবার।
সময় দেয় না কেউ আজও, জানতে চায়না,
কথারা শুধুই কথা হয়ে হারায় অসীম শূন্যতায় ।
অনিকেত আর বৃষ্টি দুজন
দু মেরুর বাসিন্দা এখন,
কেউ দেয়নি সময়, অবসর ফিরে গেছে ক্লান্ত অবেলায়,
হয়না দেখা আর আগের মতন,
সময় আসেনা ফিরে সময়ের ভীড়ে
অগনিত অনিকেত হারায় ভালোবাসা,
সময় দেয় না কেউ দাঁড়াবার।
আমিও তাই বলেছি তোমায়, অনেক বছর আগে,
সময় কি দিতে পারো আমাকে বোঝার,
নিরুত্তর.. সময় পার করে চলে গেছো
সীমান্ত কার্ণিশে,
তুমিও দাওনি সময়, যেমন করে
সময়৷ দেয় না কেউ।
পথ হারিয়েছি বহুদিন আগে
নিস্তরঙ্গ সময়ের লাশে
বানভাসি আজ ভেসে যাই শুধু
কত নোনাজল আর মরা মাসে।
কত জন এলো গেলো
হিসেব নিকেশ নেইকো তার
ভরা শ্রাবণের গাঙে ভেসে এলো সব
পরাজয়ের কন্ঠহার।
ভাসতে ভাসতে কোন মুলুকে
ঠেকে যাই একদিন
অচেতন আমার এ দেহ তুলে নিতে
আসেনা কোনো আশ্চর্য আলাদীন।

Powered by themekiller.com