Breaking News
Home / Breaking News / শব্দনগরের প্রতিষ্ঠাতা পরিচালক কবি, আবৃতিকার রিটন মোস্তাফী’র অসাধারণ কবিতা ■ হিন্দোলার খোঁজে ■

শব্দনগরের প্রতিষ্ঠাতা পরিচালক কবি, আবৃতিকার রিটন মোস্তাফী’র অসাধারণ কবিতা ■ হিন্দোলার খোঁজে ■

কবি ও সিনিওর পরিচালক “অনমিত্র”
দাকে উৎসর্গ করে।
■ হিন্দোলার খোঁজে ■
– রিটন মোস্তফা

আমার ভিতরে কেউ নেই
বাহিরে অজশ্র কোলাহল আছে
সেখানে আমার কোন শব্দ নেই।
এই পৃথিবীর ভাঙচুর পথে
আমার সহ যাত্রী শুধু আমি।
আমাকে বাঁধা হয়নি বন্ধনে
কেউ রাখতে পারেনি পাঁজরে
প্রকৃত প্রেম অথবা ভালোবেসে।
আমি বনলতাকে চিনেছি
আমি চিনেছি হৈমন্তীর মন।
এরা সবাই যেন একই মূর্তি
একই অবয়ব, একই গল্পের অপ্সরী।
আমি হেঁটে হেঁটে খুঁজি প্রেম
ঝকঝকে পাহাড়ী ঝর্ণার মত।
বহুদিন ধরে হেঁটে খুঁজেছি তাকে
যাকে পেয়েছি, দেখেছি সে ক্লিষ্ট
স্বার্থপরতার ঘোলা জলে পরিপূর্ণ।
আমি তাই আজও একা, একা চলি
যদি ঈশ্বর ঠিক থাকে, যদি প্রেম পুণ্য হয়
জানি একদিন, সূর্য্য ডোবার পথে হলেও
ঠিক খুঁজে পাব সেই হিন্দোলাকে
যারা লুকিয়ে থাকে শুধু প্রেমর অপেক্ষায়।

🛑 গতকাল রাতে অনমিত্র দাদার সাথে গল্প করতে করতে এটা লেখা। গল্পের বিষয় বস্তুর অনেকটা মিল আছে কোথাও। আর এরকম গল্প শুধুমাত্র বিশ্বস্ত বন্ধু অথবা স্বজনের সাথেই হতে পারে। এজন্যই লেখাটা অনমিত্র দা কে উৎসর্গ করলাম। যিনি আমার একজন গুরুও বটে।

Powered by themekiller.com