Breaking News
Home / Breaking News / কবিঃ সাংবাদিক এম. আর হারুন এর কবিতাঃ “মনে কি পড়ে তোমার”

কবিঃ সাংবাদিক এম. আর হারুন এর কবিতাঃ “মনে কি পড়ে তোমার”

কবিতাঃ”মনে কি পড়ে তোমার”
কবিঃ সাংবাদিক এম. আর হারুন
————————
মনে কি পড়ে তোমার,
বইয়ের পাতা ছিঁড়ে কাগজের নৌকা
বানিয়ে উত্তাল মেঘনায় ভাসিয়ে দিতাম,
নৌকাখানী ঢেউয়ের সাথে তাল মিলিয়ে
ভাসতে ভাসতে বহুদুর চলে যেতো,
তুমি দু’চোখ ভরে দেখে দেখে হাসতে,
এক সময় নৌকাও দেখা যেতোনা
তুমি সেখান থেকে আসতে চাইতে না।

মনে কি পড়ে তোমার,
আকাশে মেঘের গর্জন শুনলে
তুমি আমার বুকে তোমার মাথা রেখে
ঝাপটে ধরে লুকাতে,
তোমার নাকি বৃষ্টি ভালো লাগে,
কিন্তু মেঘের গর্জন তোমার ভয় হতো,
পৃথিবীর আলো নাকি অন্ধকার লাগতো
তুমি বুকেই লুকিয়ে থাকতে।

মনে পড়ে কি তোমার,
ভোরের কুয়াশা মাড়িয়ে তুমি
ফুলের বাগানে নেচে নেচে
প্রজাপতির ডানা মেলতে,
শিশির ভেজা ঘাসে তোমার
পায়ের দাগ কেটে থাকতো,
আমি তোমার পায়ের দাগ দেখে দেখে
তোমার কাছে গিয়ে, তোমাকেই ছুঁতে পারতাম।

মনে পড়ে কি তোমার,
দুপুরের স্নান সেরে ভেজা চুল শুকাতে
বাড়ির ছাদে এসে দাড়াতে,
গামছায় মোড়ানো কালো কেশ
কি যে দারুন লাগতো তোমায়,
চুল শুকিয়ে ঘরে ফিরে যেতে
আমার তখন দুঃখ হতো
যদি আরো কিছুক্ষন তুমি থাকতে।

মনে পড়ে কি তোমার,
হঠাৎ এক রাতে তুমি বারান্দায় এসে
বেলী ফুলের পাশে বসে সুবাস নিতে,
বেলী ফুল আর তুমি দুজনকেই
আমি খুব ভালোবাসতাম।
তুমি আমার ভালোবাসা উপলব্ধি করোনি
মনের মাঝে মন মিললে যে
আবেগও হার মানে, তা তুমি মানতে না।

মনে পড়ে কি তোমার,
বইয়ের পাতায় লেখা কবিতা গুলো
তুমি খুব উচ্চ কন্ঠে পড়তে,
আমি তোমার কবিতা গুলো
আড়ালে দাড়িয়ে শুনতাম,
হঠাৎ একদিন আমাকে জানালা দিয়ে
দেখে তুমি মুচকি হেসে চোখ বন্ধ করলে,
তখন ইচ্ছা করছিলো তোমার
মায়াবী কপালে একটা চুমু দিই।

আজ তুমি অন্যের,
তোমার মনে থাকার কথা নয়,
কিন্তু আমার মনে পড়ে
ফেলে আসা সব স্মৃতি, ভালোলাগা
আর আমার একপেশী ভালোবাসা।

Powered by themekiller.com