Breaking News
Home / Breaking News / মতলব উত্তরে গণটিকা কার্যক্রম উদ্বোধন করলেন ইউএনও গাজী শরীফুল হাসান

মতলব উত্তরে গণটিকা কার্যক্রম উদ্বোধন করলেন ইউএনও গাজী শরীফুল হাসান

ফারুক হোসেন ::

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান।
শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার ১৫ টিকাদান কেন্দ্রে ২৫ বছরের ঊর্ধ্বে
৯০০০ জনকে এ টিকা দেওয়া হয়। টিকাদানে বয়স্ক, প্রতিবন্ধী নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়ছে।

টিকাদান কার্যক্রমের উদ্বোধন কালে
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগণকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কার্যক্রম শুরু হল। ক্যাম্পেইনের মাধ্যমে সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে। তাদের প্রত্যেকের জন্যই দ্বিতীয় ডোজের টিকাও সরবরাহ করে রাখা হবে। নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত রেখে ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন’সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ।

Powered by themekiller.com