Breaking News
Home / Breaking News / কবি ইন্দ্রজিৎ বিশ্বাস এর” অক্ষরহীন “

কবি ইন্দ্রজিৎ বিশ্বাস এর” অক্ষরহীন “

অক্ষরহীন
ইন্দ্রজিৎ বিশ্বাস
১০-০৬-২০২১

নক্ষত্ররা চিন্ময়ী আলোয় জেগে আছে
নিস্তব্ধ রাত অন্ধকার কান পেতে শুনছে তাদের নিঃশব্দ কথা।
হঠাৎ আঁধারের বুক চিরে একটা লম্বা ট্রেন ছুটে গেল
ঝুন-ঝুন-ঝুন-ঝুন—–!!!
বুঝলাম, কোন নিস্তব্ধতা’র স্বস্তি নেই- এই পৃথিবীতে।
কান পাতলেই একটা হাহাকার শোনা যায়-
সব নীরতাই মুখ বুজে কাঁদছে–সব বুকে,
বোবা কান্নায় ভরে গেছে এই পৃথিবীর আকাশ বাতাস।

লোক মুখে অনেক শুনেছি-
মৃত্যুর পরে সব চিৎকার থেকে চির মুক্তি হয়,
সনাতনী চিৎকার ও মরে যায়–নাকি !!
কেউ বলেনি কোন দিন, আত্মার নিঃশব্দ অশ্রু কতো কাল ঝরে অক্ষরহীন কান্নায় ?
কেউ কি কোন দিন সে আর্তনাদে কান পেতে শুনেছে
কোন বেদনার অক্ষরে কেঁদে গেছে অগণিত সমুদয়।

কতো বেদুইনের অশ্রু বালিতে মিশে গেছে ,
যারা দেখেনি তারা জল খায়।
উটের কান্না লেগে আছে চতুষ্পদী খুরে,
উট জানে পিঠের জলে তৃষ্ণা কতোটা নিবারণ হয়।
আর সবাই জানে- কাঁদলে অশ্রু ঝরে,,
বেনামি কান্নার রোলে যারা
বোবা মডেল হয়ে দাঁড়িয়ে আছে বুকে হাত রেখে,
জানি না কবে-
একটা দীর্ঘ ট্রেন ছুটে যাবে পৃথিবীর সব কান্নাগুলো বোঝাই করে ,,,,,
ঝুন-ঝুন-ঝুন-ঝুন————

Powered by themekiller.com