Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তাফীর ” কবিতায় আক্রমন “

কবি রিটন মোস্তাফীর ” কবিতায় আক্রমন “

● কবিতায় আক্রমণ ●
– রিটন মোস্তফা

যখন রাত নামে বুকে, তখন অসুর নামে
কবি আঁধারে কফির কাপে খোঁজে যৌবন
পেছেনে ফেলে আসা ক্লান্ত সূর্যাস্তে যেন
পুড়ে গেছে জীবনের দুর্দান্ত সব চিত্রকলা।
এখানে এই আঁধারে একটা কবিতা হবে কবি,
কবি কলম তোল, লেখ ঝটপট একটা কবিতা
দেখ স্ফটিক চোখের জল যেন না ঝরে একটুও।

চোখ মেলে তাকাও, পিছনের উষ্ণ অতীতে
দেখ যত পার দেখ, আর তুলে নাও অপ্রাপ্তি
কলমের কালিতে লেপ্টে দাও ডায়েরির পাতায়
আঘাত গুলোকে ছন্দ দেবার কোন প্রয়োজন নেই।
প্রয়োজন শুধু শক্ত শব্দের লেলিহান দাহ্য
অগ্রাহ্য করো হুতাশন, চেপে ধরো কলমের টুঁটি
লিখে ফেল প্রতারক প্রেমিকার চাতুরি চরিত্র।
এবার সত্যিই একটা ঝড় তোল,কলমে ও কাগজে।

একটা ভীষণ অসুস্থ রক্ত হয়তো স্রোত পাঁজরে
কিন্তু কোন গোঙানি হবে না কবি, একটুও না।
কলম কাঁদবে না, না কাঁদবে তোমার চোখ
ভিজবে না ডায়েরির পাতা, না বুকের পাটাতন।
হোক একটা জবরদস্ত কবিতা, লিখে ফেল জলদি
যে কবিতায় কাঁদবে শুধু প্রতারক প্রিয়তমা
আঁচলে চোখ মুছে পড়বে তোমার শব্দগুলো
লিখে ফেল, বুক ফালাফালা করে মস্ত কবিতা
এবার, কবিতাতেই না হয় শেষ একটা আক্রমণ হোক।

Powered by themekiller.com