Breaking News
Home / Breaking News / কবিঃ কালো ভ্রমরের কবিতা” স্বপ্নের পেট ভরবে না “

কবিঃ কালো ভ্রমরের কবিতা” স্বপ্নের পেট ভরবে না “

[[ স্বপ্নের পেট ভরবে না ]] ✍️কালো ভ্রমর
৬/০৮/২১

আজ আবার একটা ইতিহাস হয়ে যাক
দুষমন্থের রথের চাকায় বাদামী পাতারা উড়ে যাক
শকুন্তলার কলসটা আজ বৃষ্টি হয়ে ঝরে যাক
নষ্ট যত সময় আজ অঙ্গুরীয় করে পড়া যাক।

জানি অনেকটা পথ পেরিয়ে গেছে
মাঝে শ্রাবণ ধারা আসেনি,
কবিতা মাঝি ডোবার ভয়ে
তখন বৈঠা ঢেউয়ে কাটেনি।

রাত জাগা পাখি গুনেছিল তারা
জ্বরটা তবুও কমেনি,
কাপড় যতোই মেলুক রোদে
ভিজতে কভু ভোলেনি।

তোমার সাথে আবার দেখা
এই বৃষ্টি ভেজা দুপুরে,
ট্রেন ছেড়ে যায় স্টেশন ছুঁয়ে
বর্ষাতি যায় যাক উড়ে।

যদি বলো তুমি সত্তর আমি আশি
তবে বলো, আমি আরও ভালোবাসি
রাখো আমার হাতে তোমার তালু
চলো ফোঁকলা দাতে আবার হাসি।

পাপড়িতে ভাঁজ পড়ুক যতোই
আছে বুকের পাটা টান টান,
লাঠি হাতে খাড়া শিরদাঁড়াটা
পাকা লোমে আজ আউস ধান।

হোক চোখে ছানি চুলে পাক
তবু জানলায় খিল দেবো না,
বয়সের ভুঁড়ি বাড়ে বাড়ুক,
তবু স্বপ্নের পেট ভরবে না।

Powered by themekiller.com