Breaking News
Home / Breaking News / কবি- টি এইচ বকুল এর “এখনোও সন্ধ্যা বাকি”

কবি- টি এইচ বকুল এর “এখনোও সন্ধ্যা বাকি”

এখনোও সন্ধ্যা বাকি
টি এইচ বকুল

আত্মকেন্দ্রিক আমরা মানুষ
মনুষ্যত্বের কবর,
অনাহারে কাঁদছে যে কেউ
রাখি না’তো খবর।

ধরতে টাকা আলোর গতি
হাত বাড়িয়ে ছুটি,
সুযোগ পেলে ভাইয়ের ভাগ-ও
কৌশলে যে লুটি।

আকাশ ছোঁয়া গড়তে পাহাড়
এই’যে টাকা কড়ি,
বিকিয়েছি মনুষ্যত্ব
করতে দুনিয়াদারী।

রক্তের টান ছিন্ন সবি
যাদুর আয়না চোখে
লাভ্যাংশই এখন শুধু
ত্রি-নয়নে দ্যাখে।

ঝর্ণা আলো প্রবাহিত
উঠোন আকাশ,আলো,
রঙিন আলোয় আজকে যে
দৃষ্টি সবার কালো।

বুঝবো ঠিকই প্রান্তকালে
অস্ত যখন বেলা,
তখন বুঝে কি লাভ বল ?
শেষ যে তখন খেলা।

এই’যে কায়া এই’যে ছায়া
র’বে না’তো কেউ
তোমার তুমি একলা নাবিক
উজান মুখী ঢেউ।

০৪-০৫-২০২১ ইং

Powered by themekiller.com