Breaking News
Home / Breaking News / নিরাপদ সড়ক বাস্তাবায়ন করার বিষয় সকলকে সচেতন করতে হবে ———শারমিন আক্তার

নিরাপদ সড়ক বাস্তাবায়ন করার বিষয় সকলকে সচেতন করতে হবে ———শারমিন আক্তার

এইচ এম ফারুক :
সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয়েছে। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উপলক্ষে উপজেলা বিভিন্ন সড়কে র‍্যালী ও মায়া বীর বীক্রম অডিটোরিয়াম আলোচনা সভার অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এ সময় উপস্হিত ছিলেন নিরাপদ সড়ক চাই মতলব উওর উপজেলার শাখার সভাপতি ও মতলব উওর উপজেলার আওয়ামীলীগের সাধারন সাম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস,জেলা আনসার ভিডিপ’র কমান্ডার আজিজুল হক, এড.জেসমিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিক, শিক্ষক, ছাএ- ছাএীরা।
উপজেলা নির্বাহী অফিসার সভাপতির বক্তব্যে বলেন নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলকে সচেতন হতে হবে। গাঢ়ি মালিক, চালক, যাএী সকলেই যদি সচেতন থাকে তা হলেই নিরাপদ সড়ক বাস্তবায়নে হবে। তিনি আরো বলেন নিরাপদ সড়কের যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে তার বিষয় তুলে ধরেন।। এছাড়াও মতলব উওর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান নিরাপদ সড়ক দিবসটি পালন করছে।

Powered by themekiller.com