Breaking News
Home / Breaking News / আমি কি মানুষ ছিলাম?

আমি কি মানুষ ছিলাম?

আমি কি মানুষ ছিলাম?
সারমিন জাহান মিতু
—————–
কখনো কি মানুষ ছিলাম এ শতাব্দীর বুকে,
তবে দুঃখ হয়না কেনো–
তোমার কাছে কর্কটের মতো বেঁচে থাকায়।
এ উপত্যকায় মানুষের তো সুখ-দুঃখের সঙ্গে
প্রগাঢ় বন্ধন।
আমার কেনো এমন হয়না তবে,
বদলে যাওয়া মন ছুঁয়ে কেনো নিরুত্তর নিস্তেজ হয়ে বেঁচে আছি।
ভিন্ন গ্রহের এলিয়েন যেনো পূর্ণ মানুষ হতে পারিনি,
পারিনি সেভাবে ধরে রাখতে নিজের ভেতর ভালোবাসা বলে যা সম্বল থাকে ওসব কিছু।
একটা টিকটিকির জীবন দেখেছি বেঁচে থাকার লড়াই নিয়ে কেমন করে বেঁচে থাকছে,
হরিণ শাবকের তৃষ্ণা মেটাতে সামর্থ্যের বাইরে কেমন করে মা হরিণটা তৃষ্ণা মেটায়।
কিন্তু আমি তো নেতিয়ে পড়া কলাপাতা
সূর্যকে আমার বড়ো বেশি ভয়।
কুয়াশা ঘেরা রাতের শিশিরে ভিজতে পারিনা,
এতো জল সইবে না মনের প্রলেপে অগ্নিসংযোগ আমার।
সমস্ত জলে এ আগুনের দহন পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে,
আমাকে ছুঁয়ো না তুমি পুড়ে যাবে অরণ্য দাবানলে।
তার চেয়ে ঢের ভালো ঐ যে প্রজাপতি
ডানা মেলে নিত্য খেলা করে মনের রঙিন প্রচ্ছদে
সেখানে না হয় সুখের পায়রা হলে।
তোমার আমার মনের ব্যবধানে,
আমি না হয় ভুলে যাবো মানুষ ছিলাম বলেই
ভালোবাসার একটা কবিতা হয়ে ছিলো জীবন।
যা এখন একটা মাত্র শব্দে বিসর্জিত হয়ে গেছে
মন পোড়া পাথরের গায়ে।

Powered by themekiller.com