Breaking News
Home / Breaking News / চরফ্যাশনে ১৮ জেলের জরিমানা

চরফ্যাশনে ১৮ জেলের জরিমানা

মো কামরুল হোসেন সুমন,ভোলা প্রতিনিধিঃ
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ইলিশ ধরার অপরাধে চরফ্যাশনে ১৮ জন জেলে সহ ১টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এর নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী সদস্যরা। এ সময় সামুদ্রিক মাছসহ কিছু ইলিশ মাছ আটক করা হয়। শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢালচরের মেঘনা নদীর কালকিনি চর এলাকা থেকে ১৮ জন জেলে সহ ফিশিং বোট আটক করা হয়। আটক হওয়া ফিশিং বোটটির নাম এফ ভি মনির।
পরে মেরিন ফিশারিজ কর্মকর্তা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে ১৮ জন জেলে সহ ফিশিং বোট এফ ভি মনিরকে ১৯৯৩ সালের মৎস্য আইনে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ কিছু ইলিশ নিলাম ডাকের মাধ্যমে ২৫ হাজার টাকা বিক্রি করা হয়েছে। মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০ মে থেকে ৬৫ দিন সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Powered by themekiller.com