Breaking News
Home / Breaking News / কচুয়ায় সিমিত পরিসরে সাচারে রথযাত্রা পালিত

কচুয়ায় সিমিত পরিসরে সাচারে রথযাত্রা পালিত

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
করোনা মহামারীর কারনে ভারতীয় উপ-মহাদেশের অন্যতম বৃহত্তম কচুয়ার সাচার জগনাথ ধাম সীমিত পরিসরে রবিবার (১২জুলাই) রথযাত্রা পালিত হয়। সকাল থেকেই ভক্তবৃন্দরা স্বাস্থবিধি মেনে জগনাথ মন্দিরে এসে জগনাথ দর্শণ করে ও পূজা অর্চনা করে। বিকাল সাড়ে ৪ টায় জগনাথ প্রতিকৃতিতে রথ উঠিয়ে নামানো হয়। এসময় হিদু নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলন- সাচার জগনাথ ধাম সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কষ্ণ বসু, সাধারণ সম্পাদক নীখিল চদ্র দাস, রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক হারাধন চদ্র চক্রবর্তী, সদস্য সচিব শুকু দেব সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনিভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, উপজলা হিদু, বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব ও সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার, ইউপি চয়ারম্যান মনির হাসেন প্রমুখ।
সাংবাদিকদের কাছে এক প্রতিক্রীয়ায় জগনাথ ধাম সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কষ্ণ বসু জানান, করোনা মহামারীর কারণে দেশের ঐতিহ্যবাহী সাচার জগনাথ মন্দির পূর্বের ন্যায় হাজার হাজার ভক্তবৃন্দদের উপস্থিতিতে রথযাত্রার উৎসব পালন করতে না পারায় প্রতিটি ভক্তবৃন্দ মর্মাহত ও ব্যথিত। আমরা ভক্তবৃন্দরা পরবর্তী রথযাত্রার উৎসব যাতে পূর্বের ন্যায় করোনামুক্ত অবস্থায় জাকজমক পূন্যভাব পালন করতে পারি সে জন্য জগনাথের কাছে প্রার্থনা করছি।

Powered by themekiller.com