Breaking News
Home / Breaking News / মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দালালের জরিমানা

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দালালের জরিমানা

ইমরান নাজির ঃ মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দালালকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ২৭ জুন সকালে দালাল মোঃ সিরাজ প্রধান, ইভা, আয়েশা আক্তার ও আছমা আক্তার কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত শারমিন।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে থাকা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের দালাল আয়েশা আক্তার, গ্রামের বাড়ী দিঘলদী, শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের দালাল মোঃ সিরাজ প্রধান, গ্রামের বাড়ী চরমুকুন্দি, নোভা ডায়গনস্টিক সেন্টারের দালাল ইভা, গ্রামের বাড়ী বাইশপুর, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দালাল আসমা আক্তার, গ্রামের বাড়ী বাইশপুর।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কায়সার হিমেল, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বনিক, মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, ডা. ফিরোজ আহমেদ প্রোপেন, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ মতলব থানার পুলিশ সদস্য।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত শারমিন জানান, সরকারি কাজে বাধা ও স্বাস্থ্য বিধি না মানার কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

ক্যাপশন ঃ মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত শারমিন। পাশে চার দালাল।

Powered by themekiller.com