Breaking News
Home / Breaking News / জামালপুরের তিতপল্ল্যা আওয়ামী লীগের সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে বিশেষ আলোচনা সভা

জামালপুরের তিতপল্ল্যা আওয়ামী লীগের সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে বিশেষ আলোচনা সভা

নিপুন জাকারিয়া :—

জামালপুর সদর উপজেলার তিতপল্ল্যা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি একটি শক্তির কাছে জিম্মি হয়ে পড়েছে। রাজনীতিতে দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে দাড়িয়েছেন। বিগত কয়েক বছরের নানা সমস্যা সম্মুখীন হয়ে, সিনিয়ন নেতৃবন্দ নানা প্রদক্ষেপ হাতে নিয়ে সমাধান করে, আরেকটি নতুন কমিটি গঠন করেন । বর্তমান সেই কমিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক দৌলতুজ্জামান। বর্তমান কমিটি নিয়েও প্রশ্ন রয়েছে, ত্যাগী ও তৃনমুল আওয়ামী লীগের কর্মিদের মাঝে। বর্তমান কমিটিতে স্বাধীনতার পরাজিত সৈনিকেরা স্থান পেলেও স্থান হয়নি মুক্তিযোদ্ধাদের।

ইউনিয়নের সার্বিক পরিস্থিতি ও সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে শনিবার রাতে কাষ্টশিংগা সরকারী প্রথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা বাফেত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের দুই দুইবারের নির্বাচিত সাবেক সফল সভাপতি মতিউর রহমান মাষ্টার।

সুস্থ ধারার রাজনীতি পরিবেশ ফিরিয়ে আনতে সকলে এক সাথে পাশে থাকার অঙ্গিকার করে বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাশেদুল করিম তুহিন, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন সেলিম, বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলাম নয়ন তারা, তিতপল্ল্যা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহামুদ হাসান মিলন, মামুনুল হাসান রোকন, সমাজ কল্যান ও ত্রান বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম বাচ্চু, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসকিন বিএসসি, যুগ্ন-সাধারন সম্পাদক মোস্তুফা জামান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলম মিয়া, ১ নং ওয়ার্ডের সহ-সভাপতি সুজা আলী, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ন-আহবায়ক আল-মমিন, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইউনিয়ন ইন্তাজ আলী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জবান আলী, ইউনিয়নে সাবেক আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, সুলতান মীর, শহিদুল ইসলাম, আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জোসনা, ৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য মোনতাজ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুর রহিম, মোমরত আলী শাহ ফকির, ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জুয়েল, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সুজন আলী, ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, ৮ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আসাদ, ইউনিয়ন যুবলীগের সদস্য শাকিল আহাম্মেদ জুয়েল, ৯ নং ওয়ার্ড কৃষক লীগের আলম মিয়াসহ ইউনিয়নের সকল পর্যারের নেতৃবন্দ।

বক্তরা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, দলীয় কোন কর্মকান্ডে বর্তমান কমিটি কিংবা সাবেক নেতাদের সরন করে না। তার মর্জি মতো তিনিই দলের সব। এই সমস্য সমাধানে মুক্তিযোদ্ধা পক্ষে সু্স্থ ধারা রাজনীতি ফিরিয়ে আনতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ৯ জন প্রার্থীকে এক হয়ে, তৃনমুল সাথে নিয়ে এক থাকার আহব্বান জানানো হয়। আলোচনা সভাটি আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইলমাস জুয়েল ও সাবেক ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম রিপন।

Powered by themekiller.com