Breaking News
Home / Breaking News / রমজানের শেষ রোজায় ব্যতিক্রমী উদ্যোগ

রমজানের শেষ রোজায় ব্যতিক্রমী উদ্যোগ

শাহরিয়ার খানঃ
রমজানের শেষ রোজায় চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুর শহরে রসুইঘর রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এতিমদের নিয়ে ইফতার শেষে ঈদুল ফিতর উপলক্ষে তাদেরকে নগদ অর্থ বিতরণ করা হয়।
এতিমদের নিয়ে ইফতার ও তাদের আর্থিক সহযোগিতা করায় সমাজ কল্যাণ সংস্থা ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
মানবতার সেবায় অসহায় এতিম ও দুঃস্থ পরিবারের সার্বিক সহযোগিতায় সর্বদা নিয়োজিত রয়েছে চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দরা।
সমাজ কল্যাণ সংস্থার পরিচালক, সাজ্জাদ, সবুজ, আমিন, খুকু, সোহেল, জহির, খালেদ, আলী, অপু হোসাইন, সুমন সরকার, মোঃ ওমর ফারুক যৌথ উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম বিন সাঈদ।
এ সময় চাঁদপুর পৌরসভার কাউন্সিলর কবীর চৌধুরী সহ চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচের সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।
করুণা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২৫০ পরিবারকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ১৫০ জন পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
মানবতার সেবায় সব সময় অসহায় এতিম ও দুঃস্থ পরিবারের সহযোগিতায় করবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দরা।

Powered by themekiller.com