Breaking News
Home / Breaking News / চাঁদপুর ফরিদগঞ্জ থানায় আনসার উল্লাহ বাংলা টিমের ৭ সদস্য আটক।

চাঁদপুর ফরিদগঞ্জ থানায় আনসার উল্লাহ বাংলা টিমের ৭ সদস্য আটক।

জেলা প্রতিনিধিঃ
২০/১০/২০১৮ খ্রিঃ তারিখ দুপুর ০৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ ফরিদগঞ্জ থানাধীন ফরিদগঞ্জ পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের উত্তর কেরোয়া সাকিনে জনৈক সৌদি প্রবাসী মোঃ বাবু @ আবু রায়হান, পিতা-মৃত আঃ খালেক এর বসত বিল্ডিং এ অভিযান চালাইয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের সদস্য ১। মোঃ কাউছার হামিদ(১৯), পিতা-মোঃ আবু তাহের, সাং-গাজীপুর(মিজি বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, ২। মোঃ মাহমুদুর রহমান(২৪) পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-রামকৃষ্ণপুর (মোল্লা বাড়ী), থানা-হোমনা, জেলা-কুমিল্লা, ৩। মোঃ রাশেদুল ইসলাম(২৫) পিতা-শামছুদ্দিন সামু, সাং-সহিদনগর, ১নং গলি, থানা-সদর নারায়নগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ৪। মোঃ কামরুল হাছান(২৭), পিতা-মোঃ আবুল ফয়েজ, সাং-সংগ্রাম কেলি, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, ৫। মোঃ নেয়ামত উল্লাহ(২৬) পিতা-মোঃ মহিন উদ্দিন @ মানিক চাঁদ, সাং-শালুয়া, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ, ৬। মোঃ হাবিবুর রহমান(৩০) পিতা-আঃ রহিম, সাং-ডুমুরিয়া, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল, ৭। মোঃ ফজলুল করিম @ দ্বীন ইসলাম(৩০) পিতা-মোঃ হাজী মঞ্জুর আলী, সাং-রানিদিয়া(বাদশাপুর বাড়ী), থানা-সড়াইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া দেরকে গ্রেফতার করে। তাহাদের নিকট ০২টি ল্যাপটপ, ০২টি প্রেনড্রাইভ, ০৬টি মোবাইল ফোন পাওয়া যায়। যাহাতে তাহাদের জঙ্গী সংগঠনের কার্যক্রমের তথ্যাদি আছে। তাহারা সকলেই ঢাকাসহ বিভিন্ন জেলার মাদ্রাসার ছাত্র ও শিক্ষক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিষিদ্ধ ঘোষিত আনসার উল্লাহ বাংলা টিমের সাথে সম্পৃক্ত বলিয়া প্রতিয়মান হচ্ছে। তবে তাহারা তাহাদের সংগঠনের কার্যক্রম গতিশীল এবং নতুন সদস্য সংগ্রহের চেষ্টার জন্য একত্রিত হইয়াছিল মর্মে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতীয়মান হয়। এই সংক্রান্তে ফরিদগঞ্জ থানা পুলিশ বাদী হইয়া ফরিদগঞ্জ থানার মামলা নং- ১৮, তাং- ২১/১০/২০১৮ খ্রিঃ ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধণী/১৩) এর ৮/ ৯(৩)/ ১০/ ১২/ ১৩ রুজু করা হইয়াছে।

Powered by themekiller.com