Breaking News
Home / Breaking News / ব্যারিস্টার মঈনুল হোসেনেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ৫৫ জন বিশিষ্ট সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের দাবি

ব্যারিস্টার মঈনুল হোসেনেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ৫৫ জন বিশিষ্ট সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের দাবি

অনলাইন ডেস্কঃ
দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক মাসুদা ভাট্টি একাত্তর টেলিভিশনে ব্যারিস্টার মঈনুল হোসেনকে একটি প্রশ্ন করার প্রেক্ষিতে ব্যারিস্টার মঈনুল হোসেন মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে গাল দেওয়ার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি, কেবলমাত্র সাংবাদিকসুলভ প্রশ্ন করায় কাউকে এরকম ক্ষিপ্ত হয়ে চরিত্রহীন বলার এখতিয়ার কারোরই নেই। স্বাধীন সাংবাদিকতা ও উম্মুক্ত গণমাধ্যম যখন বিভিন্নভাবে আক্রান্ত তখন রাজনীতিবিদ ও আইনবিদ হিসেবে ব্যারিস্টার মঈনুলের কাছ থেকে এরকম আচরণ মোটেই গ্রহণযোগ্যনয়।

এই ব্যাপারে দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার ক্ষুব্ধ মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা নিম্নোক্ত ব্যক্তিবর্গও ব্যারিস্টার মঈনুল হোসেনের এই নিন্দনীয় আচরণে চরম ক্ষোভ প্রকাশ করছি। আমরাও অবিলম্বে ব্যারিস্টার মঈনুল হোসেনের এই ঘৃন্য বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবী করছি। এটা শুধু মাসুদা ভাট্টিকে অপমান করা হয়েছে বলে নয়, বরং ভবিষ্যতে যাতে কেউ আর এভাবে কাউকে ব্যক্তি আক্রমণ না করেন সেটা নিশ্চিত করার জন্যই অবিলম্বে তার কাছ থেকে প্রকাশ্যে একটি মার্জনা প্রার্থনা আসা প্রয়োজন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের প্রতিটি স্তরে সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করাই আমাদের সকল নাগরিকের লক্ষ্য।
বিবৃতিতে সম্মতি দিয়েছেন: (জ্যেষ্ঠতারক্রমানুসারেনয়)
১. মতিউর রহমান, সম্পাদক, দৈনিক প্রথম আলো
২. মুহাম্মদ শফিকুর রহমান, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব
৩. ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক, দ্য ডেইলি অবজারভার
৪. মাহফুজ আনাম, সম্পাদক, দ্য ডেইলি স্টার
৫. নাঈমুল ইসলাম খান, সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়
৬. আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক, বাসস
৭. মঞ্জুরুল আহসান বুলবুল, এডিটর ইন চীফ এন্ড সিইও, ইটিভি
৮. হারুন হাবীব, সিনিয়র সাংবাদিক
৯. তৌফিক ইমরোজ খালেদী, প্রধান সম্পাদক, বিডিনিউজ২৪.কম
১০. নঈম নিজাম, সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন
১১. শ্যামল দত্ত, সম্পাদক, দৈনিক ভোরের কাগজ
১২. শামসুর রহমান, প্রধান নির্বাহী এডিটর ইন চীফ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন
১৩. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রধান সম্পাদক ও সিইও, ডিবিসি
১৪. আবু বকর চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক, মানবকন্ঠ
১৫. রাশেদচৌধুরী, সিনিয়রসাংবাদিক
১৬. জাফর সোবহান, সম্পাদক, দ্য বাংলা ট্রিবিউন
১৭. মোল্লাহ আমজাদ হোসেন, সম্পাদক, এনার্জি এন্ড পাওয়ার
১৮. সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান নির্বাহী এডিটর ইন চীফ, জিটিভি
১৯. শাহ আলমগীর, মহাপরিচালক, পিআইবি
২০. ফরিদাআক্তার, সাধারণসম্পাদক, জাতীয়প্রেসক্লাব
২১. জ ই মামুন, হেড অব নিউজ,নির্বাহীসম্পাদক,এটিএন বাংলা
২২. মুন্নিসাহা, বার্তা ও অনুষ্ঠানপ্রধান, এটিএননিউজ
২৩. নাসিমা খান মন্টি, সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি
২৪. নবনিতাচৌধুরী, সম্পাদক, ডিবিসিনিউজ
২৫. কবি অসীম সাহা, সংযুক্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়
২৬. সাজ্জাদ শরীফ, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক প্রথম আলো
২৭. মোজাম্মেল হোসেন মঞ্জু, সিনিয়র সাংবাদিক
২৮. সোহরাব হোসেন, সহযোগী সম্পাদক, প্রথম আলো
২৯. আনিসুল হক, যুগ্ম সম্পাদক, দৈনিক প্রথম আলো
৩০. আবু সাঈদ খান, উপ-সম্পাদক, দৈনিক সমকাল
৩১. বিভুরঞ্জন সরকার, গ্রুপ যুগ্ম সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়
৩২. জাহিদরেজানূর, দৈনিক ইত্তেফাক
৩৩. ইনাম আহমেদ,ডিপুটিএডিটর, দ্য ডেইলি স্টার
৩৪. শওকত হোসেন মাসুম,নিউজএডিটর, দৈনিক প্রথম আলো
৩৫. ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক, বিএফইউজে
৩৬. শাবান মাহমুদ, জেনারেল সেক্রেটারী, বিএফইউজে
৩৭. সালেক নাসিরুদ্দীন, এডিটরিয়াল ইনচার্জ, ভোরের কাগজ
৩৮. মোঃ আশরাফ আলী, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক
৩৯. প্রণব সাহা, সম্পাদক, ডিবিসিনিউজ
৪০. প্রভাষ আমিন, হেড অব নিউজ, এটিএন নিউজ
৪১. জায়েদুল আহসান পিন্টু, সম্পাদক, ডিবিসিনিউজ
৪২. মাসুদ কামাল, সিনিয়র নিউজ এডিটর, বাংলা ভিশন
৪৩. অজয় দাশগুপ্ত, সহযোগী সম্পাদক, সমকাল
৪৪. সালিম সামাদ, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিনিধি, আরএসএফ
৪৫. জাহিদ হোসেন, স্পেশাল এফেয়ারস এডিটর, ইন্ডিপেন্ডেন্ট টিভি
৪৬. দুলাল আহমেদ চৌধুরী, নির্বাহী সম্পাদক, দৈনিক জাগরণ
৪৭. ইকবাল মোহাম্মদ খান, নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি
৪৮. আমান উদ দৌলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক আমাদের নতুন সময়
৪৯. শোয়েব চৌধুরী,প্রকাশক, এশিয়ান এজ
৫০. সৈয়দ আশফাকুল হক, চীফ নিউজ এডিটর, ডেইলী স্টার
৫১. আমিনুর রশিদ, হেড অব নিউজ, চ্যানেল ৯
৫২. সুকান্ত গুপ্ত অলক, নির্বাহী সম্পাদক, দেশ টিভি
৫৩. জুলফিকার রাসেল, সম্পাদক, বাংলাট্রিবিউন.কম
৫৪. মাহবুবুলআলম, উপসম্পাদক, দৌনিকআমাদেরঅর্থনীতি
৫৫. মোজাম্মেল বাবু, প্রধান সম্পাদক, একাত্তর টেলিভিশন

প্রেরক-

মোজাম্মেল বাবু
মুঠোফোনঃ ০১৭১৪৩৫৪২২০

Powered by themekiller.com