Breaking News
Home / Breaking News / যারা ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে তারা দেশের উন্নতি করতে পারে না- প্রধানমন্ত্রী

যারা ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে তারা দেশের উন্নতি করতে পারে না- প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ১ম সম্মেলন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজনে শামিল বিভিন্ন প্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষক।

উচ্চশিক্ষা কার্যক্রম সমুন্নত রাখতে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন শিক্ষক প্রতিনিধিরা।

পরে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আশ্বাস দেন, গুণগত শিক্ষার প্রসারে করণীয় সব করার। তুলে ধরেন শিক্ষাখাতে সরকারের টানা ২ মেয়াদে নেয়া বিভিন্ন পদক্ষেপ।

গণতন্ত্র পুনরুদ্ধারসহ দেশের সব আন্দোলন সংগ্রামে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী। দাবি করেন, সরকারের বহুমুখী পদক্ষেপের কারনেই শিক্ষায় আগ্রহ বেড়েছে মানুষের।

আধুনিক, যুগপোযোগী ও কারিগরী শিক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান শেখ হাসিনা। তাগিদ দেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের।

প্রধানমন্ত্রী জানান,শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারেও আন্তরিক সরকার। বলেন, যারা ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে তাদের দ্বারা দেশের উন্নতি হয় না।

পদ্মা সেতু প্রকল্পে ড. ইউনুসের ভূমিকার সমালোচনা করেন তিনি। দেশবাসীকে ধন্যবাদ জানান, নিজস্ব অর্থায়নে সেতু বাস্তবায়নে সাঁরথী হওয়ায়।

শিক্ষার্থীরা যাতে ভুল পথে না যায় সেদিকে খেয়াল রাখতে শিক্ষকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। আবার ক্ষমতায় না আসলেও কোন আফসোস থাকবেনা, কিন্তু উন্নয়নের ধারাবাহিকতা যাতে অব্যহত থাকে। ভোট চাইলেন নৌকায়।

Powered by themekiller.com