Breaking News
Home / Breaking News / কচুয়ার সাবেক সংসদ মরহুম আলহাজ্ব মিসবাহ উদ্দিন খানের সহধর্মীনির জানাযা সম্পূর্ণ

কচুয়ার সাবেক সংসদ মরহুম আলহাজ্ব মিসবাহ উদ্দিন খানের সহধর্মীনির জানাযা সম্পূর্ণ

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি”র বড় ভাই সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মিসবাহ উদ্দিন খানের সহধর্মীনি এবং
বঙ্গবন্ধু চেয়ার ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসির মামুন এর মা জাহানারা বেগম (৮৫) শনিবার (৯ জানুয়ারি) ভোর ৫টায় বার্ধক্য জনিত কারনে ঢাকার মগবাজারস্থ
কমিউনিটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি”””””রাজিউন )। মৃত্যুকালে তিনি ৩
ছেলে সহ অসংখ্য গুণগ্রাহীদের রেখে যান। এদিন বাদ মাগরিব জানাযা শেষে মরহুমাকে কচুয়াস্ত গুলবাহারের পারিবারিক কবরস্থানে স্বামী মিসবাহ উদ্দিন খানের পাশে দাফন করা হয়। জানাযার পূর্বে মরহুমার কফিনে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধাঞ্জলী
জানান, স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ বিএনসিসিও,কচুয়া প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, আশেক আলী স্কুল এন্ড
কলেজ, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ ও সাচার ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ। জানাযায় বক্তব্য রাখেন, ড. মহীউদ্দীন খান আলমগীর ও মরহুমার বড় ছেলে ড. মুনতাসির মামুন।
জানায়ায় অংশগ্রহণ করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বন-পরিবেশ উপ কমিটির সদস্য শাহজাহান শিশির, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ইমাম হোসেন মেহেদেী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. হেলাল উদ্দিন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দীন চৌধুরী, শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজে উপাধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লি।

Powered by themekiller.com