Breaking News
Home / Breaking News / আলোকিত মতলব বর্ষ পুর্তিতে শীতবস্ত্র বিতরণ

আলোকিত মতলব বর্ষ পুর্তিতে শীতবস্ত্র বিতরণ

ফারুক হোসেন ::

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আলোকিত মতলব সংগঠনের তৃতীয় বর্ষ পুর্তি উপলক্ষে শনিবার (০৯ জানুয়ারি) মোহনপুর পর্যটন লিমিটেড বিচে উপজেলার ৫টি মাদ্রাসার এতিম ছাত্র’সহ অসহায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপূর্বে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত ও গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর আহম্মদ এর সভাপতিত্বে আলোকিত মতলব এর সাধারণ সম্পাদক সোহাগ মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, ডা. মুকবিল হোসেন হিমেল, ব্যাংকার মোঃ শফিকুল ইসলাম, যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেন, আলোকিত মতলব সংগঠনের সভাপতি কাজী রফিক’সহ সংগঠনের নেতৃবৃন্দ।
ইউএনও স্নেহাশীষ দাশ বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কম্বল পাঠিয়েছেন। উপজেলার একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সরকারের পাশাপাশি আলোকিত মতলব যে অসহায় ছিন্নমুল মানুষের পাশে শীদবস্ত্র নিয়ে হাজির হয়েছে এটা প্রশংসার দাবি রাখে। এ ভাবে সমাজের প্রতি স্তর থেকে বিত্তবানরা এগিয়ে আসলে আমাদের দেশে একদিন দরিদ্র মানুষ থাকবে না। বরাবরের মত সরকার তথা মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে রয়েছেন।

Powered by themekiller.com