Breaking News
Home / Breaking News / মতলব পৌরসভায় কেএফটি কলেজিয়েট স্কুল এর ভিত্তিপ্রস্থর স্থাপন

মতলব পৌরসভায় কেএফটি কলেজিয়েট স্কুল এর ভিত্তিপ্রস্থর স্থাপন

ইমরান নাজির: মতলব পৌরসভাস্থ ঢাকিরগাঁওয়ে কেএফটি কলেজিয়েট স্কুল নামে একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর হতে যাচ্ছে। বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
জানা যায়, একই প্রশাসনের আওতায় নির্মিত হতে যাওয়া দু’টি স্বতন্ত্র বালক-বালিকা স্কুল ও কলেজে থাকবে ইংরেজী ও বাংলা ভার্সনে পাঠদানের ব্যবস্থা। ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। ভিত্তিপ্রস্থরের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ফাতেমা বেগম ও এমএ বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেএফটি’র চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন (জুলহাস)। অনুষ্ঠানে
সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন মতলব পৌরসভার মেয়র ও কেএফটি’র ভাইস চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন লিটন।

Powered by themekiller.com