Breaking News
Home / Uncategorized / কচুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কচুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
সারাদেশের ন্যায় সোমবার (১৪ ডিসেম্বর) কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। প্রশাসনের নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ”র সভাপতিত্বে ও যুব-উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। বক্তব্য রাখেন, প্রশাসনের অন্যতম কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ আলম, কৃষিবিদ অফিসার সোফায়েল হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার শাহরিয়া রসুল, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, কচুয়া প্রেসক্লাব সভাপতি মানিক ভূমিক প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন,প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, সুধিজন ও শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

Powered by themekiller.com