Breaking News
Home / Breaking News / মতলব উওরে হতদরিদ্র জন্য ৩২৯ ঘর নির্মান।

মতলব উওরে হতদরিদ্র জন্য ৩২৯ ঘর নির্মান।

এইচ এম ফারুক মতলব উওর ঃ
মতলব উওরে ছেংগারচর পৌরসভার হতদরিদ্র মানুষগুলোর জন্যে ‘জমি অাছে ঘর নাই ‘প্রকল্পের আওতায় নির্মিত ঘরে বসবাসকারী পরিবারের সদস্যদের মুখের হাসি সে কথা প্রমান করে।
পৌর সভার ঘনিয়ার পাড় ১৪ অক্টোবর বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এ প্রকল্পের সভাপতি শারমিন আক্তার ঘরগুলো কাজের মান ও অগ্রগতি দেখার জন্য পরিদর্শনে কালে হতদরিদ্র পরিবারে সাথা আলাপ কালে পরিবারগুলো ঘর পেয়ে মহা খুশি।
উল্লখ্য, ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রধান মন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার পকল্প আশ্রায়ন-২ প্রকল্পের অধিনে যার জমি আছে ঘর নেই কর্মসূচী আওতায় এমন মতলব উওরে ছেংগারচর পৌরসভার দরিদ্র পরিবারের জন্য ঘরগুলো নির্মান কাজ চলমান আছে।

Powered by themekiller.com