Breaking News
Home / Breaking News / সকলকে বাধ্যতামূলক মাস্ক পড়ার নির্দেশ : জেলা প্রশাসক

সকলকে বাধ্যতামূলক মাস্ক পড়ার নির্দেশ : জেলা প্রশাসক

ফারুক হোসেন ::

চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান নির্দেশ দিয়েছেন এখন থেকে সকলকে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে।

তিনি বলেছেন, সরকারি-বেসরকারি অফিস, দপ্তর, পরিদপ্তর, সব ধরনের গণপরিবহণ, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাজারে প্রত্যেককে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে।

আইনের ভাষায় তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে পূর্বের ন্যায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অফিস-আদালতে কাউকে মাস্ক ছাড়া ঢুকতে দেয়া হবে না। মাস্ক না থাকলে তাঁর কোনো কাজও করা হবে না। চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন,ইতিমধ্যে ইউরোপ কান্ট্রিতে দ্বিতীয় দফা করোনার ভয়াবহতা শুরু হয়েছে। আমাদের দেশেও পুনরায় এটি ভয়াবহ রূপ নিতে পারে। সেজন্য সকলকে চলাফেরায় পূর্বের চেয়ে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী, পুলিশ সুপারের প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

Powered by themekiller.com