Breaking News
Home / Breaking News / মতলবে মা ইলিশ সংরক্ষনে অভিযান

মতলবে মা ইলিশ সংরক্ষনে অভিযান

মতলব প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে ধনাগোদা নদী পথে অভিযান পরিচালনা করে অবৈধ চায়না চাই ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
২২ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৯টায় মতলব বাজার এলাকা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক।
জানা যায় , অভিযানে প্রতিটি ৫২ হাত লম্বা এমন ১০টি চায়না চাই, ৪টি গচি জাল সহ ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। তাছাড়া স্থল পথে বিভিন্ন বাজার মনিটরিং করে ১৬টি ১২ কেজি ওজনের মা ইলিশ জব্দ করা হয়। পরে স্থানীয় ৩টি এতিমখানায় মাছগুলো বিতরণ ও নিউ হোস্টেল মাঠে জালও চাইগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে সার্বিক নেতৃত্ব ও পরিচালনা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমা। এ সময় ক্ষেত্র সহকারী সোহরাব হোসেন, মাঠ সহকারী চয়ন ঘোষ, এএসআই মোঃ রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক বলেন, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Powered by themekiller.com