Breaking News
Home / Uncategorized / আওয়ামী লীগের নেতৃত্বে আসতে হলে, সকল শ্রেণী পেশার মানুষের মাঝে তার গ্রহণ যোগ্যতা থাকতে হবে…….এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ।

আওয়ামী লীগের নেতৃত্বে আসতে হলে, সকল শ্রেণী পেশার মানুষের মাঝে তার গ্রহণ যোগ্যতা থাকতে হবে…….এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ।

নিপুন জাকারিয়া :—

নানা অনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে, বাংলাদেশ কৃষক লীগ জামালপুর পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে গতকাল বিকেলে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে পৌর কৃষক লীগ। পৌর কৃষকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড.মোহাম্মদ বাকী বিল্লাহ।

সম্মেলনের প্রথম অধিবেশনে, জামালপুর পৌর কৃষক লীগের আহবায়ক ফরিদ হোসেনের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো’র সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এ্যাড. আমান উল্লাহ আকাশ, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, কেন্দীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সদস্য অধ্যাপক জাকির হোসেন রুকু, শাহরিয়ার উজ্জ্বল, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ফজলুর রহমান বিএসি, যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম মনিরুজ্জামান মনি, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ২য় অধিবেশনে জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ সভাপতিত্বে আগের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। সম্মেলনে উন্মুক্ত বক্তব্যের মাধ্যমে পৌর কৃষক লীগের সভাপতি পদে তিন জন ও সাধারণ সম্পাদক পদে দুই জন তাদের প্রার্থীতা প্রকাশ করেন। আগামী ৭ দিনের মধ্যে তাদের সিভি জমা দিতে বলে জেলা কমিটি। যা পরে বিচার বিচলেশ্নন করে পৌর কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ অধিক নাম ঘোষনা করবে, জেলা কমিটি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ বলেছেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আসতে হলে শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যেই তাদের যোগ্য হলে চলবেনা, আওয়ামী লীগের মধ্যেই তারা জনপ্রিয় হলে চলবেনা, এর বাইরেও সাধারণ শ্রেণী পেশার মানুষের মাঝেও তাদের গ্রহণ যোগ্যতা থাকতে হবে। কারণ আওয়ামী লীগ সাধারণ মানুষের দল, সাধারণ জনগণের দল। আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈনিক দল। এ জেলায় প্রায় সাড়ে সাত হাজার কমিটি কমিটি রয়েছে দলটির। তিনি পৌর কৃষক লীগের দল গঠনে প্রকৃত কৃষকরা যেন স্থান পায়, সে আহবান জানান।

Powered by themekiller.com