Breaking News
Home / Uncategorized / মিয়ানমার থেকে আসছে ৯০ মেট্রিক টন পিয়াজ

মিয়ানমার থেকে আসছে ৯০ মেট্রিক টন পিয়াজ

টেকনাফ প্রতিনিধি ::

মিয়ানমার থেকে টেকনাফে এলো ৯০ মেট্রিক টন পিয়াজ
মিয়ানমার থেকে ৯০ দশমিক ৭২৭ মেট্রিক টন পিয়াজ টেকনাফ স্থলবন্দরে ঢুকেছে। বৃহস্পতিবার সকালে তিনটি ট্রলারে করে পিয়াজ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়।

এর আগে, সর্বশেষ বুধবার এ বন্দর দিয়ে পিয়াজের ট্রলার এসেছিল। গত সেপ্টেম্বর ও চলতি মাসে মিয়ানমার থেকে নৌপথে ৯ দফায় ৪৯৮ দশমিক ৯৮৫ মেট্রিক টন পিয়াজ আমদানি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বৃহস্পতিবার মিয়ানমার থেকে ৯০ দশমিক ৭২৭ মেট্রিক টন পিয়াজ দেশে এসেছে। চাহিদা অনুযায়ী আমদানি বাড়াতে পিয়াজ ব্যবসায়ীদের আরও উৎসাহিত করা হচ্ছে।

টেকনাফ শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত বছরের আগস্ট মাসে ৮৪ মেট্রিক টন, সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন, অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন, নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পিয়াজ আমদানি করা হয়েছে।

এছাড়া চলতি বছরের জুলাই মাসে এসেছিল ৮৩ মেট্রিক টন পিয়াজ। সেপ্টেম্বর মাসে ৫৭ দশমিক ২০০ মেট্রিক টন, সর্বশেষ বুধবার ২৪ দশমিক ৮৯০ মেট্রিকটন পিয়াজ এসেছে দেশে।

Powered by themekiller.com